সান্তিয়াগো বেনিতেজ

প্যারাগুয়ীয় ফুটবলার

সান্তিয়াগো বেনিতেজ (১৯০৩-১৯৯৭) প্যারাগুয়ের একজন ফুটবলার ছিলেন, যিনি একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলতেন।

সান্তিয়াগো বেনিতেজ
ব্যক্তিগত তথ্য
জন্ম ১৯০৩
জন্ম স্থান প্যারাগুয়ে
মৃত্যু ১৯৯৭
মাঠে অবস্থান মধ্য মাঠের খেলওয়াড
জাতীয় দল
প্যারাগুয়ে

কর্মজীবন সম্পাদনা

বেনিতেজ প্যারাগুয়ের জাতীয় ফুটবল দলের হয়ে ১৯৩০ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেন।[১] তার কর্মজীবনের বেশিরভাগ সময় তিনি অলিম্পিয়া আসুনসিওনের হয়ে খেলেন। ১৯২৭, ১৯২৮ এবং ১৯২৯ সালে অলিম্পিয়া টানা তিনটি জাতীয় চ্যাম্পিয়নশিপ জয় করেছিল ও তিনি সেই দলগুলোর প্রধান সদস্য ছিলেন।

তথ্যসূত্র সম্পাদনা