সানডে মিরর (সিলন)
দ্য সানডে মিরর ছিল টাইমস অফ সিলন লিমিটেড (টিওসিএল) দ্বারা প্রকাশিত সিলনের একটি ইংরেজি ভাষার সাপ্তাহিক সংবাদপত্র। [১] এটি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং কলম্বো থেকে প্রকাশিত হয়েছিল। [১] ১৯৬৬ সালে এর গড় প্রচলন ছিল ২০,৬২৯। [১]
ধরন | সাপ্তাহিক পত্রিকা |
---|---|
মালিক | টাইমস অফ সিলন লিমিটেড |
প্রতিষ্ঠাকাল | ১৯৬৬ |
ভাষা | ইংরেজি |
শহর | কলম্বো |
দেশ | সিলন |
সহোদর সংবাদপত্র |
আগস্ট ১৯৭৭ সালে শ্রীলঙ্কা সরকার কর্তৃক [২] জাতীয়করণ করা হয়। রাষ্ট্র পরিচালিত টিওসিএল আর্থিক ও শ্রম সমস্যার সম্মুখীন হয় এবং ৩১ জানুয়ারী ১৯৮৫ সালে এটি এবং এর বিভিন্ন প্রকাশনা বন্ধ হয়ে যায়। [২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ Ceylon Year Book 1968 (পিডিএফ)। Department of Census and Statistics, Ceylon। পৃষ্ঠা 317–318।
- ↑ ক খ Karunanayake, Nandana (২০০৮)। "18: Sri Lanka"। Asian Communication Handbook 2008। Asian Media Information and Communication Centre, Wee Kim Wee School of Communication and Information, Nanyang Technological University। পৃষ্ঠা 446–460। আইএসবিএন 9789814136105।