সাদিয়া দেহলভী

লেখক ও কলামিস্ট

সাদিয়া দেহলভী (জন্ম: ১৯৫৭) হলেন দিল্লি ভিত্তিক মিডিয়া ব্যক্তিত্ব, কর্মী এবং লেখিকা। তিনি দৈনিক পত্রিকা হিন্দুস্তান টাইমসের একজন কলাম লেখক এবং প্রায়শই ফ্রন্টলাইন সহ বেশ কয়েকটি উর্দু, হিন্দিইংরেজি পত্রিকায় লেখালেখি করে থাকেন।[১] তিনি আজমিরের আজমির শরীফ দরগাহ এবং দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত হিসাবে পরিচিত। তিনি ইসলামের মৌলিক ব্যাখ্যার সমালোচনা করার জন্য আলোচনায় এসেছিলেন। তিনি সকলকে ইসলামের বহুত্ববাদ বোঝার আহ্বান জানান। দেহলভী একজন কলাম লেখিকার পাশাপাশি একজন অভিনেত্রীও; তিনি আম্মা অ্যান্ড ফ্যামিলি (১৯৯৫) নামক একটি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন; যেখানে তিনি প্রবীণ মঞ্চ অভিনেতা জোহরা শেহগলের সাথে কাজ করেছিলেন।

সাদিয়া দেহলভী
জন্ম১৯৫৭
জাতীয়তাভারতীয়
পেশাকর্মী, লেখিকা

জীবনী সম্পাদনা

সাদিয়া দেহলভী ১৯৫৭ সালে ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পিতামহ ইউসুফ দেহলভী এবং পিতা ইউনুস দেহলভি, যাঁরা নতুন দিল্লিতে সর্দার প্যাটেল রোডের শামা ঘরে বসবাস করতেন, সেখানেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। দিল্লির এককালীন সাংস্কৃতিক কেন্দ্রটি, বর্তমানে বহুজন সমাজ পার্টির সদর দফতর (২০০২ সাল থেকে)।[২] তাঁর পদবী "দেহলভী" (देहलवी), এই পরিবারের সাথে এই পুরোনো শহরের দীর্ঘ সম্পর্কের প্রতিফলন ঘটায়।[৩]

৩০ বছরেরও বেশি সময় ধরে দেহলভী, ঐতিহ্য, সংস্কৃতি, নারী এবং মুসলিম সম্প্রদায়ের বিষয়গুলোতে উদ্বেগ প্রকাশে জড়িত ছিলেন। তিনি তাঁর ছোট ছেলের সাথে নতুন দিল্লিতে থাকেন। ২০০৯ সালের এপ্রিল মাসে দেহলভী সুফিজম শীর্ষক একটি বই প্রকাশ করেছিলেন; যার নাম সুফিবাদ: দ্য হার্ট অফ ইসলাম, এটি ভারতের হার্পারকলিন্স পাবলিশার্স দ্বারা প্রকাশিত হয়েছে।[৪] তাঁর দ্বিতীয় বই, দ্য সুফি কোর্টইয়ার্ড: দরগাস অফ দিল্লি, দিল্লির সুফির ইতিহাসের বিবরণ প্রকাশ করেছে; এই বইটিও ভারতের হার্পারকলিন্স পাবলিশার্স প্রকাশ করেছে এবং ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়েছে।

তিনি শামা গ্রুপ নামে একটি উর্দু প্রকাশনার একটি প্রখ্যাত একটি প্রতিষ্ঠানের জন্য মাসিক শামা নামে উর্দু সাহিত্য বিষয়ে একটি লেখা এবং চলচ্চিত্র বিষয়ে বানো একটি উর্দু নারীদের সাময়িক পত্রিকা সম্পাদনা করেছেন। শেষ পর্যন্ত এটি ১৯৮৭ সালে বন্ধ হয়ে যায়। [৫]

দেহলভী টেলিভিশন ধারাবাহিকের প্রখ্যাত অভিনেত্রী জোহরা সেহগালের সাথে আম্মা অ্যান্ড ফ্যামিলি নামক ধারাবাহিকে অভিনয় করেছেন; এই ধারাবাহিকটিতে একটি মুসলিম পরিবারের জীবনধারা চিত্রণের জন্য প্রশংসিত হয়েছে। দেহলভী এই ধারাবাহিকটির সহ-প্রযোজনা এবং চিত্রনাট্য তৈরি পাশাপাশি অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন।

আরও পড়ুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Profile Doha Network.
  2. Maya’s elephant house rises in the rubble of Delhi’s cultural hub The Indian Express, 1 May 2009.
  3. ""Delhi's Muslim Culture is Dying" - Interview with Sadia Dehlvi"the delhiwalla.blogspot.ca। The Delhi Walla। সংগ্রহের তারিখ মে ১২, ২০১৭ 
  4. "Sadia Dehlvi"wisemuslimwomen.org। WISE। ১৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৭ 
  5. Kumar, Surendra; Pradeep Kumar Kapur (২০০৮)। India of My Dreams। Academic Foundation। পৃষ্ঠা Page 213। আইএসবিএন 81-7188-689-2। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০০৯ 

বহিসংযোগ সম্পাদনা