সাত মসজিদ বা ষাট মসজিদ সড়ক হল ঢাকার পশ্চিম অংশের একটি লম্বা রাস্তা যা বাংলাদেশ বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কাউন্সিল (বিসিএসআইআর) এর নিকটে মোহাম্মদপুর এবং মিরপুর সড়ককে সংযুক্ত করেছে, যা সাধারণত "সায়েন্স ল্যাবরেটরি" নামে পরিচিত। রাস্তাটি ধানমন্ডির মধ্য দিয়ে চলে গেছে এবং সাবেক বাংলাদেশ রাইফেলস (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ )-এর পিলখানা সদর দপ্তরের পাশ দিয়ে গেছে। সাত গম্বুজ মসজিদের নামানুসারে এর নামকরণ করা হয়, যাকে সাধারণত বলা হয় সাত মসজিদ (বা ষাট মশজিদ ), [১] মোহাম্মদপুর প্রান্তের কাছে অবস্থিত বাংলাদেশের নান্দনিক মুঘল যুগের মসজিদগুলির মধ্যে একটি। এটি ধানমন্ডি থানার অন্যতম প্রধান সড়ক এবং অনেক ব্যাংক, রেস্টুরেন্ট, বিশ্ববিদ্যালয় ও কলেজ, আবাসিক এলাকা, অফিস ও অন্যান্য প্রতিষ্ঠানের জন্য পরিচিত।

বিডিআর বিদ্রোহের চলাকালীন সময় সাত মসজিদ সড়ক ব্যারিকেড দেওয়া হয়েছিল

তথ্যসূত্র সম্পাদনা

  1. M H Haider (১৯ মে ২০১৭)। "7 reasons why we love Saat Masjid Road"The Daily Star