সাকিঁ জান্সিজ
সাকিঁ জান্সিজ (১৯৫৮ - ৯ জানুয়ারি ২০১৩) (ইংরেজি: Sakine Cansız) (তুর্কি উচ্চারণ: [saːciˈne dʒanˈsɯz]; কুর্দি: Sakîne Cansiz, ছিলেন প্রথম সারির একজন কুর্দি বিপ্লবী এবং সশস্ত্র গেরিলা নেত্রী। তিনিও আবদুল্লাহ ওকালানের পাশাপাশি পিকেকের অন্যতম প্রতিষ্ঠাতা।
সাকিঁ জান্সিজ Sakine Cansız | |
---|---|
জন্ম | ১৯৫৮ টুনসেলি প্রদেশ, তুরস্ক |
মৃত্যু | ৯ জানুয়ারি ২০১৩ (বয়স ৫৪–৫৫) প্যারিস, ফ্রান্স |
মৃত্যুর কারণ | আততায়ীর গুলিতে মৃত্যু |
নাগরিকত্ব | তুরস্ক |
পেশা | কুর্দি অধিকার প্রবক্তা |
প্রতিষ্ঠান | কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (PKK) |
শৈশব
সম্পাদনাজান্সিজ ১৯৫৮ সালে তুঁসেলিতে একটি আলেভি পরিবারে জন্মগ্রহণ করেন; তুঁসেলি হচ্ছে পূর্ব তুরস্কের মধ্যে অবস্থিত।[১][২]
মৃত্যু
সম্পাদনাদখলদার তুর্কী বাহিনীর বিরুদ্ধে কুর্দি জনগণের স্বাধীনতা সংগ্রামের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ের উদ্দেশ্যে তিনি যখন প্যারিসে অবস্থান করছিলেন তখন দুহাজার তেরো সালের ৯ জানুয়ারি আততায়ীর গুলিতে অন্য দুই সহযোদ্ধার সাথে প্যারিসেই নিহত হন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Slain Kurdish activist Cansiz leaves stamp on militant PKK"। Reuters। ১১ জানুয়ারি ২০১৩। ১২ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৩।
- ↑ Jacinto, Leela (১১ জানুয়ারি ২০১৩)। "Slain PKK member was a rebel with a cause"। France 24। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৩।