সাওয়া সরোবর (আরবি: بحيرة ساوة) ইরাকের মুসান্না প্রদেশে ইউফ্রেটিস নদীর কাছে, আল-সামাওয়া শহরের প্রায় ২৩ কিমি (১৪ মাইল) পশ্চিমে অবস্থিত একটি অন্তর্মুখী অববাহিকা। এই হ্রদের কোনো প্রবেশপথ বা নির্গমন পথ নেই, তবে নীচের জলজ আস্তরণগুলোতে পানি পরিবহনের জন্য এটি যৌথ ফাটল ও ফিশারগুলোর একটি ব্যবস্থার মাধ্যমে ইউফ্রেটিস থেকে পানি টেনে নেয়।

Sawa Lake
Satellite images showing how the lake dried up in 5 years.
Location of Sawa Lake in Iraq
Location of Sawa Lake in Iraq
Sawa Lake
অবস্থানMuthanna Governorate, Iraq
স্থানাঙ্ক৩১°১৮′৪৬.৩″ উত্তর ৪৪°৫৭′৩৬.৬″ পূর্ব / ৩১.৩১২৮৬১° উত্তর ৪৪.৯৬০১৬৭° পূর্ব / 31.312861; 44.960167
হ্রদের ধরনEndorheic basin
সর্বাধিক দৈর্ঘ্য৪.৭৪ কিমি (২.৯৫ মা)
সর্বাধিক প্রস্থ১.৭৭ কিমি (১.১০ মা)
পৃষ্ঠতল অঞ্চল১২.৫ কিমি (৪.৮ মা)
প্রাতিষ্ঠানিক নামSawa Lake
অন্তর্ভুক্তির তারিখ3 March 2014
রেফারেন্স নং2240[১]

বিবরণ সম্পাদনা

সাওয়া হ্রদ ইরাকের একটি অনন্য জলাশয়। ইরাকের অন্যান্য সকল অভ্যন্তরীণ জলাশয়ের তুলনায় এই হ্রদের পানির লবণাক্ততার পরিমাণ সর্বোচ্চ (TDS হিসেবে প্রতি লিটারে ৩৫ গ্রাম পর্যন্ত)। রাসায়নিক ও আইসোটোপ বিশ্লেষণে এর উল্কাজনিত উৎপত্তির প্রমাণ পাওয়া গেছে। এই বিশ্লেষণ আরও নিশ্চিত করে যে হ্রদের গভীর থেকে ফাটল ও ফিশারের মাধ্যমে ভূগর্ভস্থ জলরাশি উপরে উঠে এসে হ্রদটিকে পানি সরবরাহ করে। হ্রদের আকৃতি লম্বাটে; এর দৈর্ঘ্য ৪.৪৭ কিমি ও প্রস্থ ১.৭৭ কিমি। হ্রদের এমন পানির স্তর এটিকে একটি নান্দনিক ও রহস্যময় বৈশিষ্ট্য দেয়। রহস্যটি এই যে, হ্রদের পানির উচ্চতা আশেপাশের ভূমির তুলনায় ১-৪ মিটার বেশি। এমনকি হ্রদের পূর্ব পাশে প্রবাহিত ইউফ্রেটিস নদীর চেয়ে হ্রদের পানির স্তর ৫-৭ মিটার বেশি। শাট আল-আরব ও পারস্য উপসাগরের তুলনায় হ্রদের পানির স্তর ১৭-২০ মিটার বেশি। হ্রদের পাড়ে জিপসামের স্তর জমে আছে, কোথাও কোথাও এসব জিপসামের স্তর ৬ মিটার লম্বাও হয়। লবণাক্ত পানি বাষ্পীভূত হওয়ার পর এবং হ্রদের অগভীর পাড়ে লবণ জমে এই জিপসাম তৈরি হয়। জিপসামের প্রাচীরগুলো বাঁধের মতো কাজ করে এবং হ্রদের পানি আশপাশের এলাকায় ছড়িয়ে পড়তে বাঁধা দেয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Sawa Lake"Ramsar Sites Information Service। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৮