সাইফোনোগ্যামি
সাইফোনোগ্যামি (ইংরেজি: Siphonogamy) বলতে উদ্ভিদবিদ্যায় মূলত উদ্ভিদের একপ্রকার নিষেক প্রক্রিয়াকে বোঝানো হয়, যাতে পরাগরেণু ডিম্বাণুর কাছে পৌঁছানোর জন্য পরাগনালী তৈরী করে পথ সৃষ্টি করে। মূলত ব্যক্তিবীজী ও গুপ্তবীজী উদ্ভিদদের ক্ষেত্রে এই পদ্ধতি লক্ষ্য করা যায়। নিম্নবর্গীয় উদ্ভিদদের ক্ষেত্রে জলকে কাজে লাগিয়ে পুংজননকোশ ডিম্বাণুর কাছে ফ্ল্যাজেলার সাহায্যে সাঁতার কেটে যায়, যা জুইডোগ্যামি নামে পরিচিত।
তথ্যসূত্র
সম্পাদনা- This article incorporates text from a publication now in the public domain: Beach, Chandler B., সম্পাদক (১৯১৪)। "my"। The New Student's Reference Work। Chicago: F. E. Compton and Co।