সাইফোনোগ্যামি (ইংরেজি: Siphonogamy) বলতে উদ্ভিদবিদ্যায় মূলত উদ্ভিদের একপ্রকার নিষেক প্রক্রিয়াকে বোঝানো হয়, যাতে পরাগরেণু ডিম্বাণুর কাছে পৌঁছানোর জন্য পরাগনালী তৈরী করে পথ সৃষ্টি করে। মূলত ব্যক্তিবীজীগুপ্তবীজী উদ্ভিদদের ক্ষেত্রে এই পদ্ধতি লক্ষ্য করা যায়। নিম্নবর্গীয় উদ্ভিদদের ক্ষেত্রে জলকে কাজে লাগিয়ে পুংজননকোশ ডিম্বাণুর কাছে ফ্ল্যাজেলার সাহায্যে সাঁতার কেটে যায়, যা জুইডোগ্যামি নামে পরিচিত।

সাইকাড উদ্ভিদদের পরাগনালী, পুংজননকোশ ও ডিম্বক

তথ্যসূত্র

সম্পাদনা
  •   This article incorporates text from a publication now in the public domainBeach, Chandler B., সম্পাদক (১৯১৪)। "my"। The New Student's Reference Work। Chicago: F. E. Compton and Co।