সাইক্লোপেডিয়া অফ বিবলিক্যাল, থিওলজিক্যাল অ্যান্ড ইকলেসিয়াস্টিক্যাল লিটারেচার

সাইক্লোপেডিয়া অফ বিবলিক্যাল, থিওলজিক্যাল অ্যান্ড ইকলেসিয়াস্টিক্যাল লিটারেচার (ইংরেজি: Cyclopædia of Biblical, Theological and Ecclesiastical Literature) হল দশ খণ্ড ও দু’টি পরিশিষ্ট খণ্ডে বিভক্ত একটি সহায়ক গ্রন্থ। ঊনবিংশ শতাব্দীতে প্রকাশিত এই গ্রন্থমালার লেখক ছিলেন শিক্ষক ও মিনিস্টার জন ম্যাকক্লিন্টকব্যাখ্যামূলক ধর্মতত্ত্বের অধ্যাপক জেমস স্ট্রংহার্পার অ্যান্ড ব্রাদার্স থেকে বইগুলি প্রকাশিত হয়েছিল।

বিশ্বকোষ হিসেবে লেখকেরা একটি পাণ্ডিত্যপূর্ণ গ্রন্থ রচনায় ব্যাপৃত হয়েছিলেন। কিন্তু বইগুলি অ-বিশেষজ্ঞদের কাছেও সহজবোধ্য হয়। এগুলি ছিল "মিনিস্টার, ছাত্রছাত্রী, সাধারণ পাঠক ও সানডে স্কুল গ্রন্থাগারে ব্যবহারোপযোগী পবিত্র সাহিত্যের একটি সহায়িকা গ্রন্থ। স্বয়ংসম্পূর্ণ রচনা বলে জ্ঞানের এই শাখার তথ্যসূত্র হিসেবে সাধারণ ব্যবহারের জন্য কোনও বইয়ের প্রয়োজন ছিল না।"[১]

এই গ্রন্থমালার দশটি খণ্ডে যে বিষয়গুলি অন্তর্ভুক্ত হয় তার মধ্যে ছিল ব্যক্তিনামের বিবরণ, স্থান, ঘটনা, ধর্মতাত্ত্বিক ধ্যানধারণা, খ্রিস্টীয় চার্চসমূহের ইতিহাস ও বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিবর্গের জীবনী।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Cyclopaedia of Biblical, theological, and ecclesiastical literature, Vol. I: A-B, James Strong, John McClintock, Google Books scan

বহিঃসংযোগ সম্পাদনা