সাঁওতালি উইকিপিডিয়া
সাঁওতালি উইকিপিডিয়া (সাঁওতালি: ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱣᱤᱠᱤᱯᱤᱰᱤᱭᱟ) হচ্ছে একটি অনলাইন মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার সাঁওতালি ভাষার সংস্করণ। এই সংস্করণটি ২রা আগস্ট ২০১৮ সালে যাত্রা শুরু হয়,[১] এবং নভেম্বর ২০২৪ পর্যন্ত নিবন্ধ সংখ্যা ১১,৭৪৬টি এবং ব্যবহারকারী ৯,০০০ জন, প্রশাসক ৩ জন। এই উইকিপিডিয়ায় সর্বমোট সম্পাদনার সংখ্যা ১,৫৩,৯৮৭টি। এটি অলচিকি লিপি ব্যবহার করে করে তৈরি হয়েছে।[১][২]
সাইটের প্রকার | ইন্টারনেট বিশ্বকোষ |
---|---|
উপলব্ধ | সাঁওতালি ভাষা |
মালিক | উইকিমিডিয়া ফাউন্ডেশন |
ওয়েবসাইট | sat |
বাণিজ্যিক | না |
চালুর তারিখ | ২রা আগস্ট, ২০১৮[১] |
ইতিহাস
সম্পাদনাসাঁওতালি ভাষার উইকিপিডিয়া চালুর জন্য ২০১২ সাল থেকে চেষ্টা করা হলেও ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে সেটি গতি পায়।[৩] এসময় বিশেষ করে বাংলাদেশ ও ভারতে বসবাসকারী সাঁওতালি সম্প্রদায়ের আগ্রহী উইকিপিডিয়ানরা একত্রে সাইটটি তৈরির জন্য কাজ করেন। উইকিমিডিয়া বাংলাদেশ থেকে ৮ই জুন ২০১২ সালে দিনাজপুরে সাঁওতালি সম্প্রদায়ের আগ্রহীদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়।[৪] তারপর বিভিন্ন সময় উইকিমিডিয়া বাংলাদেশ ও সাঁওতালি সম্প্রদায়ের সদস্যগণ কাজ এগিয়ে নিয়ে যান।[৫] কিন্তু তারপরও অনেকদিন কাজ থেমে থাকে। সাইটটি দ্রুত চালু করার ব্যাপারে, ২০১৭ সালের সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত উইকিপিডিয়া আড্ডায় বাংলাদেশের আগ্রহী সাঁওতালি সম্প্রদায়ের সাথে উইকিমিডিয়া বাংলাদেশের একটি আলোচনা হয়।[৬] আগ্রহীদের সহযোগিতায় পরবর্তীতে ২০১৭-এর ৩০শে ডিসেম্বরে ঢাকায় উইকিমিডিয়া বাংলাদেশ একটি কর্মশালার নেয়।[৩][৭] যেখানে ভারতের সাঁওতালি উইকিপিডিয়ানদের সাথেও অনলাইনে আলোচনা হয়।
এরমধ্যে, ১১ই মার্চ ২০১৮ তারিখে ভারতে বসবাসকারী সাঁওতালি সম্প্রদায়ের জন্য কর্মশালার আয়োজন করা হয়। ২৮শে জুন ২০১৮ তারিখে সাঁওতালি ভাষার উইকিপিডিয়া - উইকিমিডিয়ার ভাষা কমিটির অনুমোদন লাভ করে এবং ২রা আগস্ট ২০১৮ তারিখে sat.wikipedia.org সাইটটি তৈরির মাধ্যমে সাঁওতালি উইকিপিডিয়ার যাত্রা শুরু হয়।[৩][৬][৭]
ব্যবহারকারী ও সম্পাদক
সম্পাদনাব্যবহারকারীর অ্যাকাউন্টের সংখ্যা | নিবন্ধের সংখ্যা | ফাইলের সংখ্যা | প্রশাসকের সংখ্যা |
---|---|---|---|
৮,৫৬১ | ১১,৭৪৬ | ০ | ৩ |
চিত্রশালা
সম্পাদনা-
প্রথম সাঁওতালি উইকিপিডিয়া কর্মশালায় অংশগ্রহণকারীগণ, দিনাজপুর, বাংলাদেশ (২০১২)
-
সাঁওতালি উইকিপিডিয়া কর্মশালায় অংশগ্রহণকারীগণ, ঢাকা, বাংলাদেশ (২০১৭)
-
সাঁওতালি উইকিপিডিয়া কর্মশালায় অংশগ্রহণকারীগণ, ওড়িশা, ভারত (২০১৮)
-
সাঁওতালি উইকিপিডিয়া কর্মশালায় অংশগ্রহণকারীগণ, দিনাজপুর, বাংলাদেশ (২০২০)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "উইকিপিডিয়ায় সাঁওতালি ভাষা"। banglatribune.com। আগস্ট ৭, ২০১৮। ১২ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৮।
- ↑ "উইকিপিডিয়ায় সাঁওতালি ভাষা"। দৈনিক সমকাল। ১৯ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৮।
- ↑ ক খ গ "Santhali becomes India's first tribal language to get own Wikipedia edition" (ইংরেজি ভাষায়)। hindustantimes.com। ৯ আগস্ট ২০১৮।
- ↑ https://lists.wikimedia.org/pipermail/wikimedia-bd/2012-June/001179.html
- ↑ "ক্ষুদ্রজাতির ভাষায় বিশ্বকোষ"। কালের কণ্ঠ।
- ↑ ক খ "This Tribal Language Just Became India's First to Have Wikipedia Edition in Own Script!" (ইংরেজি ভাষায়)। ১০ আগস্ট ২০১৮।
- ↑ ক খ ভাণ্ডারী, তানিষ্ঠা। "নজির গড়ে উইকিপিডিয়ায় স্বীকৃতি পেল সাঁওতালি ভাষা"। kolkata24x7.com। ১০ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৮।
- ↑ "List of Wikipedias"। Wikimedia Foundation। সংগ্রহের তারিখ এপ্রিল ২৬, ২০২২।