সহদেব (সংস্কৃত: सहदेव) মহাভারত অনুযায়ী বৃহদ্রথ রাজবংশের একজন শাসক। তিনি জরাসন্ধের পুত্র। জরাসন্ধের মৃত্যুর পর সহদেব মগধের রাজা হয়েছিলেন।

সহদেব
বৃহদ্রথ রাজবংশ
পূর্বসূরিজরাসন্ধ
পিতাজরাসন্ধ

পুরাণ অনুযায়ী তিনি কুরুক্ষেত্র যুদ্ধে অংশগ্রহণ করেন ও মারা যান।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Misra, V.S. (2007). Ancient Indian Dynasties, Mumbai: Bharatiya Vidya Bhavan, আইএসবিএন ৮১-৭২৭৬-৪১৩-৮, p.290