সর্বভারতীয় ছাত্র ফেডারেশন
রাজনৈতিক সংগঠন
সারাভারত ছাত্র ফেডারেশন ভারতের সবচেয়ে প্রাচীন ছাত্র সংগঠন। ১৯৩৬ সালের ১২ই আগস্ট তৎকালীন কয়েকজন স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবীদের পরিচালনায় এই সংগঠনটি তৈরি হয়।
সারাভারত ছাত্র ফেডারেশন | |
সংক্ষেপে | এআইএসএফ |
---|---|
গঠিত | ১২ই আগস্ট, ১৯৩৬ লক্ষ্ণৌ, উত্তর প্রদেশ, ব্রিটিশ ভারত |
ধরন | ছাত্র সংগঠন |
উদ্দেশ্য | বৈজ্ঞানিক সমাজতন্ত্র |
সদরদপ্তর | ৪/৭, আসাফ আলি রোড, নতুন দিল্লি,১১০০০২, ভারত |
অবস্থান | |
সভাপতি | ভিকি মহেশ্বরী |
সাধারন সম্পাদক | দীনেশ শ্রীরাঙ্গরাজ |
প্রধান অঙ্গ | ভারতের কমিউনিস্ট পার্টি |
সম্পৃক্ত সংগঠন | বিশ্ব গণতান্ত্রিক যুব ফেডারেশন |
ওয়েবসাইট | http://www.aisf.org.in |
ইতিহাস
সম্পাদনা১৯৩৬ সালের ১২ই আগস্ট জওহরলাল নেহেরু ও মুহাম্মদ আলী জিন্নাহের উপস্থিতিতে লখনউ শহরের গঙ্গাপ্রসাদ মেমোরিয়াল হল সারাভারত ছাত্র ফেডারেশনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সমাবেশে ভারতে একটি ছাত্র সংগঠন তৈরির প্রস্তাব পাশ হবার মধ্যে দিয়ে এই সারাভারত ছাত্র ফেডারেশন তৈরি হয়। প্রেম নারায়ন ভারগব প্রথম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।