সরাসরি বায়ু গ্রহণ

সরাসরি বায়ু গ্রহণ (ডিএসি) হল রাসায়নিক বা ভৌত প্রক্রিয়ার ব্যবহার যা সরাসরি পরিবেষ্টিত বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড আহরণ করে।[১] যদি নিষ্কাশিত CO
নিরাপদ দীর্ঘমেয়াদী সঞ্চয়স্থানে (যাকে সরাসরি বায়ু কার্বন গ্রহণ ও স্বতন্ত্রকরণ (ডিএসিসিএস) বলা হয়) পৃথক করা হয়, তাহলে সামগ্রিক প্রক্রিয়াটি কার্বন ডাই অক্সাইড অপসারণ অর্জন করবে এবং একটি "নেতিবাচক নির্গমন প্রযুক্তি" (নেট) হবে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "SAPEA, Science Advice for Policy by European Academies. (2018). Novel carbon capture and utilisation technologies: research and climate aspects Berlin" (পিডিএফ)। SAPEA। ২০১৮। ডিওআই:10.26356/carboncapture। ২৬ আগস্ট ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৪