সরস্বতীর প্রেম

২০২০-২১ সান বাংলার টেলিভিশন ধারাবাহিক

সরস্বতীর প্রেম একটি ভারতীয় বাংলা টেলিভিশন রোমান্টিক কমেডি নাটক। এটি বাংলা জেনারেল এন্টারটেইনমেন্ট চ্যানেল সান বাংলায় প্রচারিত হয় । ডিজিটাল প্ল্যাটফর্ম সান এনএক্সটি -তেও উপলব্ধ। এটি ২০২০ সালের ৭ ডিসেম্বর প্রচার শুরু হয় এবং ২০২১ সালের ৩০ মে শেষ হয়।[১][২] এটি তৈরি করেছে জেডি প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড। এতে অভিনয় করেছেন পল্লবী দে এবং অভিষেক বীর শর্মা ।

সরস্বতীর প্রেম
ধরন
লেখক গল্প এবং চিত্রনাট্য
আশ্রুনু মৈত্র
সংলাপ
প্রেমাশীষ দে
পরিচালক
  • অমিত সেনগুপ্ত
অভিনয়ে
  • পল্লবী দে
  • অভিষেক বীর শর্মা
কণ্ঠ প্রদানকারীমঞ্জিমা ভট্টাচার্য মৈত্র
আবহ সঙ্গীত রচয়িতাসৌমিক রঞ্জন
উদ্বোধনী সঙ্গীতসরস্বতীর প্রেম
মূল দেশভারত
মূল ভাষাবাংলা
মৌসুমের সংখ্যা
পর্বের সংখ্যা১৭৩
নির্মাণ
নির্বাহী প্রযোজকপ্রিয়জিৎ দাস, সৌমিক রঞ্জন
অর্ঘ্য, সুপ্রীতি (সান বাংলা)
প্রযোজকজয়দেব মণ্ডল
নির্মাণের স্থানকলকাতা
চিত্রগ্রাহকপিন্টু সি
ক্যামেরা সেটআপমাল্টি ক্যামেরা
ব্যাপ্তিকাল২১ মিনিট (প্রায়)
নির্মাণ কোম্পানিজে ডি প্রোডাকশন
পরিবেশক
মুক্তি
মূল নেটওয়ার্কসান বাংলা
ছবির ফরম্যাট৫৭৬আই
এইচডি টিভি ১০৮০আই
মূল মুক্তির তারিখ৭ ডিসেম্বর ২০২০ (2020-12-07) –
৩০ মে ২০২১ (2021-05-30)
বহিঃসংযোগ
সান এনএক্সটি

কাহিনী সম্পাদনা

এক রক্ষণশীল পরিবারে বড় হওয়া সরস্বতী মনে করেন যে ভালবাসা হল বিপদ। অন্যদিকে পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য রোহিত মনে করে যে ভালোবাসা অর্থের সমান। এক জটিল পরিস্থিতির কারণে সরস্বতী এবং রোহিত নকল বিয়ে করতে বাধ্য হয়। কিন্তু পরে তারা একে অপরের প্রেমে পড়ে। [৩] [৪] তারপর, তারা কীভাবে একসঙ্গে থাকতে গিয়ে বিভিন্ন সংগ্রামের মুখোমুখি হয় তা গল্পের মূল বিষয় ।

অভিনয় সম্পাদনা

প্রধান সম্পাদনা

  • সরস্বতী সেনের চরিত্রে পল্লবী দে [৫]
  • রোহিতের চরিত্রে অভিষেক বীর শর্মা [৬]
  • সরস্বতীর জ্যেষ্ঠ পিতামহ সুদীপ সেনের ভূমিকায় সন্দীপ দে
  • সুদীপের স্ত্রী মালা সেনের চরিত্রে নমিতা চক্রবর্তী
  • মালা ও সুদীপের মেয়ে যমুনা সেনের ভূমিকায় মধুমিতা টুসি
  • সরস্বতীর আরেক বড় পিতামহ রুদ্র সেনের ভূমিকায় কৃষ্ণেন্দু অধিকারী
  • রুদ্রের স্ত্রী নমিতা সেনের চরিত্রে নবনীতা দে
  • রুদ্রের মেয়ে গঙ্গার চরিত্রে পায়েল দেব
  • গঙ্গার স্বামী দীপঙ্করের চরিত্রে আনন্দ এস চৌধুরী
  • সরস্বতীর পিতা চুনিলাল সেনের চরিত্রে যুধাজিৎ বন্দ্যোপাধ্যায়
  • সরস্বতীর মা পার্বতী সেনের চরিত্রে ময়না বন্দ্যোপাধ্যায়
  • সরস্বতীর ছোট পিতামহ প্রবাল সেনের ভূমিকায় দেবজয় মল্লিক
  • প্রবালের স্ত্রী অনু সেনের চরিত্রে সমতা দাস
  • প্রবালের ছেলে প্রতীক সেনের চরিত্রে সাগ্নিক কোলে
  • ভীমের চরিত্রে বিমান চক্রবর্তী
  • রোহিতের ছোট বোন বুবলির চরিত্রে স্বস্তিকা ঘোষ
  • পল্টুর চরিত্রে দিগন্ত সাহা, রোহিতের সেরা বন্ধু
  • যমুনার প্রেমিক অহির চরিত্রে প্রীতম বন্দ্যোপাধ্যায়
  • পল্টুর নকল বন্ধু প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায় অনিক

তথ্যসূত্র সম্পাদনা

  1. "রাত ৮.৩০-৯.৩০টা প্রতিপক্ষদের চ্যালেঞ্জ সান বাংলা-র, আসছে উত্তেজনায় ঠাসা তিন নতুন ধারাবাহিক"Asianet News Network Pvt Ltd। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৪ 
  2. "সোমবার থেকে দর্শকের মন জয় করতে বিনোদনের তিন কিস্তি"Ei Samay। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৪ 
  3. "বাংলা সিরিয়ালে এই প্রথমবার প্রফেশনাল প্রেম"Ei Samay। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৪ 
  4. RadioBanglaNet (২০২০-১১-২৯)। "এবার টেলিভিশনে চুক্তিবদ্ধ সম্পর্কের কাহিনী"RadioBanglaNet (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৪ 
  5. "Actress Pallavi Dey bags the lead role in 'Saraswatir Prem' - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৪ 
  6. "Abhishek Veer Sharma about not making it in Bollywood: I was told that there is a Bengali flavour in my Hindi - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৪ 

  ‎