সরকারি সমুদ্র পরিবহন অফিস

সরকারি সমুদ্র পরিবহন অফিস নৌপরিবহন অধিদপ্তরের অধীনস্থ একটি সরকারি প্রতিষ্ঠান। মূলত জাহাজের নাবিকদের ধারাবাহিক নিষ্ক্রিয় সনদ জারি, যোগদান, অবমুক্তি, পদোন্নতি এবং শৃঙ্খলা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে এ প্রতিষ্ঠানটি।[১]

সরকারি সমুদ্র পরিবহন অফিস
প্রাতিষ্ঠানিক লোগো
গঠিত১৯৪৮; ৭৬ বছর আগে (1948)
ধরনসরকারি
সদরদপ্তরআগ্রাবাদ, চট্টগ্রাম
যে অঞ্চলে
বাংলাদেশ
পরিষেবানৌ পরিবহন সংক্রান্ত
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
শিপিং মাস্টার
মোঃ জাকির হোসেন চৌধুরী
প্রধান প্রতিষ্ঠান
নৌপরিবহন মন্ত্রণালয় (বাংলাদেশ)
অনুমোদননৌপরিবহন অধিদপ্তর
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

ইতিহাস সম্পাদনা

১৯২৩ সালের বাণিজ্যিক নৌ পরিবহন আইনের ৬নং ধারার বিধান মেনে ১৯৪৮ সালে সরকারি সমুদ্র পরিবহন অফিস গঠিত হয়। এছাড়াও অফিসটি বাংলাদেশ মার্চেন্ট শিপিং অধ্যাদেশ, ১৯৮৩,[২]বাংলাদেশ বাণিজ্যিক জাহাজ চলাচল সর্বনিম্ন নিরাপদ নাগরিক সংখ্যা আদেশ, ১৯৯০,[৩]বাংলাদেশ সমুদ্র পরিবহন (নাবিক নিয়োগ) বিধিমালা, ২০০১,[৪]নাবিক রিক্রুটিং, এজেন্ট লাইসেন্স বিধিমালা, ২০০৫,[৫]এবং বাংলাদেশ নৌবাণিজ্যিক জাহাজ অফিসার ও নাবিক প্রশিক্ষণ, সনদায়ন, নিয়োগ, কর্মঘণ্টা এবং ওয়াচকিপিং বিধিমালা, ২০১১[৬][৭][১] দ্বারা পরিচালিত হয়।

গঠন সম্পাদনা

ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালনার জন্য ৪ সদস্যের একটি পরিচালনা পর্ষদ গঠন করা হয়। তাঁরা হলেন:[৮]

  • শিপিং মাস্টার: ১ জন
  • উপ শিপিং মাস্টার: ১ জন
  • সহকারী শিপিং মাস্টার: ১ জন
  • সহকারী হিসাব রক্ষণ অফিসার: ১ জন

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "পরিক্রমা, সরকারি সমুদ্র পরিবহন অফিস"gso.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  2. "বাংলাদেশ মার্চেন্ট শিপিং অধ্যাদেশ, ১৯৮৩" (পিডিএফ)dos.portal.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  3. "বাংলাদেশ বাণিজ্যিক জাহাজ চলাচল সর্বনিম্ন নিরাপদ নাগরিক সংখ্যা আদেশ, ১৯৯০" (পিডিএফ)gso.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  4. "বাংলাদেশ সমুদ্র পরিবহন (নাবিক নিয়োগ) বিধিমালা, ২০০১" (পিডিএফ)gso.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  5. "নাবিক রিক্রুটিং, এজেন্ট লাইসেন্স বিধিমালা, ২০০৫" (পিডিএফ)dpp.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  6. "বাংলাদেশ নৌবাণিজ্যিক জাহাজ অফিসার ও নাবিক প্রশিক্ষণ, সনদায়ন, নিয়োগ, কর্মঘণ্টা এবং ওয়াচকিপিং বিধিমালা, ২০১১" (পিডিএফ)dpp.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  7. "ইতিহাস, সরকারি সমুদ্র পরিবহন অফিস" (পিডিএফ)gso.portal.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  8. "পরিচালনা পর্ষদ, সরকারি সমুদ্র পরিবহন অফিস" (পিডিএফ)gso.portal.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২