সরকারি সমুদ্র পরিবহন অফিস
সরকারি সমুদ্র পরিবহন অফিস নৌপরিবহন অধিদপ্তরের অধীনস্থ একটি সরকারি প্রতিষ্ঠান। মূলত জাহাজের নাবিকদের ধারাবাহিক নিষ্ক্রিয় সনদ জারি, যোগদান, অবমুক্তি, পদোন্নতি এবং শৃঙ্খলা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে এ প্রতিষ্ঠানটি।[১]
গঠিত | ১৯৪৮ |
---|---|
ধরন | সরকারি |
সদরদপ্তর | আগ্রাবাদ, চট্টগ্রাম |
যে অঞ্চলে | বাংলাদেশ |
পরিষেবা | নৌ পরিবহন সংক্রান্ত |
দাপ্তরিক ভাষা | বাংলা, ইংরেজি |
শিপিং মাস্টার | মোঃ জাকির হোসেন চৌধুরী |
প্রধান প্রতিষ্ঠান | নৌপরিবহন মন্ত্রণালয় (বাংলাদেশ) |
অনুমোদন | নৌপরিবহন অধিদপ্তর |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
ইতিহাস
সম্পাদনা১৯২৩ সালের বাণিজ্যিক নৌ পরিবহন আইনের ৬নং ধারার বিধান মেনে ১৯৪৮ সালে সরকারি সমুদ্র পরিবহন অফিস গঠিত হয়। এছাড়াও অফিসটি বাংলাদেশ মার্চেন্ট শিপিং অধ্যাদেশ, ১৯৮৩,[২]বাংলাদেশ বাণিজ্যিক জাহাজ চলাচল সর্বনিম্ন নিরাপদ নাগরিক সংখ্যা আদেশ, ১৯৯০,[৩]বাংলাদেশ সমুদ্র পরিবহন (নাবিক নিয়োগ) বিধিমালা, ২০০১,[৪]নাবিক রিক্রুটিং, এজেন্ট লাইসেন্স বিধিমালা, ২০০৫,[৫]এবং বাংলাদেশ নৌবাণিজ্যিক জাহাজ অফিসার ও নাবিক প্রশিক্ষণ, সনদায়ন, নিয়োগ, কর্মঘণ্টা এবং ওয়াচকিপিং বিধিমালা, ২০১১[৬][৭][১] দ্বারা পরিচালিত হয়।
গঠন
সম্পাদনাব্যবস্থাপনার কার্যক্রম পরিচালনার জন্য ৪ সদস্যের একটি পরিচালনা পর্ষদ গঠন করা হয়। তাঁরা হলেন:[৮]
- শিপিং মাস্টার: ১ জন
- উপ শিপিং মাস্টার: ১ জন
- সহকারী শিপিং মাস্টার: ১ জন
- সহকারী হিসাব রক্ষণ অফিসার: ১ জন
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "পরিক্রমা, সরকারি সমুদ্র পরিবহন অফিস"। gso.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "বাংলাদেশ মার্চেন্ট শিপিং অধ্যাদেশ, ১৯৮৩" (পিডিএফ)। dos.portal.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "বাংলাদেশ বাণিজ্যিক জাহাজ চলাচল সর্বনিম্ন নিরাপদ নাগরিক সংখ্যা আদেশ, ১৯৯০" (পিডিএফ)। gso.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "বাংলাদেশ সমুদ্র পরিবহন (নাবিক নিয়োগ) বিধিমালা, ২০০১" (পিডিএফ)। gso.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "নাবিক রিক্রুটিং, এজেন্ট লাইসেন্স বিধিমালা, ২০০৫" (পিডিএফ)। dpp.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "বাংলাদেশ নৌবাণিজ্যিক জাহাজ অফিসার ও নাবিক প্রশিক্ষণ, সনদায়ন, নিয়োগ, কর্মঘণ্টা এবং ওয়াচকিপিং বিধিমালা, ২০১১" (পিডিএফ)। dpp.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "ইতিহাস, সরকারি সমুদ্র পরিবহন অফিস" (পিডিএফ)। gso.portal.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "পরিচালনা পর্ষদ, সরকারি সমুদ্র পরিবহন অফিস" (পিডিএফ)। gso.portal.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।