সরকাঘাট (ইংরেজি: Sarkaghat) ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের মান্ডি জেলার একটি নগর পঞ্চায়েত-শাসিত শহর।

সরকাঘাট
सरकाघाट
শহর
সরকাঘাট হিমাচল প্রদেশ-এ অবস্থিত
সরকাঘাট
সরকাঘাট
ভারতের হিমাচল প্রদেশে অবস্থান
স্থানাঙ্ক: ৩১°৪২′ উত্তর ৭৬°৪৪′ পূর্ব / ৩১.৭০° উত্তর ৭৬.৭৩° পূর্ব / 31.70; 76.73
দেশ India
রাজ্যহিমাচল প্রদেশ
জেলামান্ডি
জনসংখ্যা (২০০১)
 • মোট৩,৭০৬

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

হিমাচল প্রদেশের মান্ডি জেলায় সরকাঘাট নগর পঞ্চায়েত।সরকাঘাট ৭টি ওয়ারডে বিভক্ত,যেখানে প্রতি পাচ বছরে নির্বাচন হয়। ভারতের ২০০১ সালের আদম শুমারি অনুসারে সরকাঘাট শহরের জনসংখ্যা হল ৩৭০৬ জন।[] এর মধ্যে পুরুষ ৫০% এবং নারী ৫০%।

এখানে সাক্ষরতার হার ৭৯%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮৩% এবং নারীদের মধ্যে এই হার ৭৪%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে সরকাঘাট এর সাক্ষরতার হার বেশি। এই শহরের জনসংখ্যার ১১% হল ৬ বছর বা তার কম বয়সী।

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সরকাঘাট নগর পঞ্চায়েতে মোট জনসংখ্যা ৪,৭১৫ যার মধ্যে ২,৫২২ পুরুষ ও ২,১৯৩ মহিলা। (০-৬) বছরের শিশুর সংখ্যা ৪১৯, মোট জনসংখ্যার ৮.৮৯%। মহিলা লিঙ্গ অনুপাত ৮৭০, যেখানে রাজ্যের গড় লিঙ্গ অনুপাত ৯৭২। তাছাড়া সরকাঘাটে শিশু লিঙ্গ অনুপাত ৬৬৯,তুলনায় হিমাচল প্রদেশ রাজ্যের গড় ৯০৯ জন। সাক্ষরতার হার ৮৯.২৯%, রাজ্যের গড় ৮২.৮% এর তুলনায় বেশি। পুরুষ ও মহিলা সাক্ষরতার হার যথাক্রমে ৯২.৬৫%, ৮৫.৫৩%। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ভারতের ২০০১ সালের আদম শুমারি"। ১৬ জুন ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০০৭ 
  2. "ভারতের ২০১১ সালের আদম শুমারি"। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৫