সমাজসেবা অধিদফতর
সমাজসেবা অধিদপ্তর বাংলাদেশ সরকারের একটি অধিদপ্তর[১] যা দেশে কল্যাণমূলক ও সচেতনতামূলক কর্মসূচি চালায়। এর সদরদপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত।
গঠিত | ১৯৬১ |
---|---|
ধরন | সরকারি |
আইনি অবস্থা | সক্রিয় |
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
মহাপরিচালক | ড. আবু সালেহ্ মোস্তফা কামাল |
প্রধান অঙ্গ | সমাজকল্যাণ মন্ত্রণালয় |
ওয়েবসাইট | সমাজসেবা অধিদফতর |
ইতিহাস ও গঠন
সম্পাদনা১৯৪৭ সালে দেশভাগের পর ঢাকায় বস্তি সমস্যা উদ্ভূত হয়। এ সমস্যার সমাধানে ১৯৫৫ সালে জাতিসংঘের পরামর্শে সমাজকল্যাণ কার্যক্রম শুরু হয়। তারই পরিপ্রেক্ষিতে ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয় সমাজকল্যাণ পরিদপ্তর। পরবর্তীতে কার্যক্রমের পরিধি বিস্তৃতির কারণে ১৯৭৮ সালে এই পরিদপ্তরকে সরকারের একটি স্থায়ী জাতিগঠনমূলক বিভাগ হিসেবে উন্নীত করা হয় এবং ১৯৮৪ সালে একে সমাজসেবা অধিদফতর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ২০১২ সালের ৪ জুন বাংলাদেশ সরকার ২ জানুয়ারিকে সমাজসেবা দিবস হিসাবে ঘোষণা দেয়।[২]
কার্যক্রম
সম্পাদনাসমাজসেবা অধিদফতর বর্তমানে ১০৩২টি কার্যালয়ের মাধ্যমে ৫৪টি কার্যক্রম পরিচালনা করছে।[৩] উল্লেখযোগ্য কার্যক্রমগুলো হচ্ছে:
- দারিদ্র নিরসন কার্যক্রম।
- সামাজিক নিরাপত্তা কর্মসূচি।
- প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচি।
- শিশু সুরক্ষামূলক কার্যক্রম।
- সামাজিক অবক্ষয় প্রতিরোধ কার্যক্রম।
- প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ ও উন্নয়ন কর্মসূচি।
- বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রম।
- প্রতিবন্ধিতা সহায়ক সামগ্রী উৎপাদন কেন্দ্র।
- সেবামূলক ও কমিউনিটি ক্ষমতায়ন কার্যক্রম।
- পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম।
কর্মসূচি সমূহ
সম্পাদনা- ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীর আর্থিক সহায়তা।[৪]
- চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন।[৫]
- অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি।[৬]
- হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি।[৭]
- প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচি।[৮]
- ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান।[৯]
- বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি।[১০]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মন্ত্রণালয় ও বিভাগসমূহ"। www.bangladesh.gov.bd। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১৬।
- ↑ "পটভূমি, সমাজকল্যাণ অধিদফতর"। dss.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৪।
- ↑ "কার্যক্রম, সমাজসেবা অধিদফতর" (পিডিএফ)। dss.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৪।
- ↑ "ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচি, সমাজসেবা অধিদফতর"। dss.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৪।
- ↑ "চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচি, সমাজসেবা অধিদফতর"। dss.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৪।
- ↑ "অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি, সমাজসেবা অধিদফতর"। dss.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৪।
- ↑ "হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি, সমাজসেবা অধিদফতর"। dss.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৪।
- ↑ "প্রতিবন্ধিতা শনাক্তকরণ, সমাজসেবা অধিদফতর"। dss.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৪।
- ↑ "ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান, সমাজসেবা অধিদফতর"। dss.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৪।
- ↑ "বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি, সমাজসেবা অধিদফতর"। dss.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৪।