সমতা সমাজ পার্টি ছিল ভারতের একটি রাজনৈতিক দল। এসএসপি ৩০ অক্টোবর ২০০৩-এ বহিষ্কৃত বহুজন সমাজ পার্টির নেতা ফুল সিং বারাইয়া [১] (সাবেক বিএসপি মধ্যপ্রদেশ রাজ্য সভাপতি) দ্বারা গঠিত হয়েছিল। বারাইয়া দলের সভাপতি এবং সন্ত কুমার (বিএসপি থেকে বহিষ্কৃত) সহ-সভাপতি হন।

এসএসপি-এর পাঞ্জাব রাজ্য সভাপতি ছিলেন দর্শন সিং জেঠুমাজারা।

৭ জুলাই ২০০৪-এ এসএসপি লোক জনশক্তি পার্টিতে একীভূত হয়।

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Pai, Sudha (২০১৩)। Developmental State and the Dalit Question in Madhya Pradesh: Congress Response। Routledge। পৃষ্ঠা 431। আইএসবিএন 978-1136197840 
  2. "SAMATA PARTY – Official Website" (ইংরেজি ভাষায়)। ২০২২-০২-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২৫