সবিতা শাস্ত্রী একজন ভারতীয় নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক যিনি ভরতনাট্যমের উপস্থাপক হিসাবে সর্বাধিক পরিচিত। তিনি ভারতীয় পৌরাণিক কাহিনী বা ধর্মের ভিত্তিতে নয় বরং উপন্যাসের গল্পের উপর ভিত্তি করে বিযয়বস্তুভিত্তিক প্রযোজনা প্রদর্শনের জন্য ভরতনাট্যমের কৌশল ব্যবহার করে ঐতিহ্যবাহী ভরতনাট্যম শৈলী (ফর্ম্যাট) নিয়ে পরীক্ষা করার জন্য পরিচিত। [১][২][৩][৪] সমালোচকগণ তাঁর উদ্ভাবনগুলোকে 'যুগান্তকারী' হিসাবে বর্ণনা করেছেন [৫] এবং তাঁকে নৃত্যের একটি নবজাগরণের স্থপতি [৬] বলে মনে করা হয়। [৭][৮]

সবিতা শাস্ত্রী
২০১৩ সালে মাদ্রাজ সংগীত একাডেমিতে নৃত্যরত অবস্থায় সবিতা শাস্ত্রী
জন্ম
সবিতা সুব্রমণিয়াম

(1969-12-11) ১১ ডিসেম্বর ১৯৬৯ (বয়স ৫৪)
মাতৃশিক্ষায়তনস্টেলা মেরিস কলেজ, চেন্নাই
পেশাভরতনাট্যম নৃত্যপরিচালক ও নৃত্যশিল্পী
কর্মজীবন১৯৮১–বর্তমান
দাম্পত্য সঙ্গীএ.কে. শ্রীকান্ত
ওয়েবসাইটsavithasastry.com

প্রাথমিক ও শিক্ষাজীবন সম্পাদনা

সবিতা সুব্রমণিয়াম হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তী সময়ে তিনি মুম্বইয়ে জীবনযাপন করেন। মুম্বইয়ে কিছু কাল অতিবাহিত করার পর তিনি সপরিবারে নিজরাজ্য চেন্নাইয়ে চলে যান। মুম্বইয়ের রাজারাজেশ্বরী ভারত নাট্য কলা মন্দির থেকে তিনি গুরু মহালিংগম পিল্লাইয়ের অধীনে ভরতনাট্যমের প্রশিক্ষণ নিয়েছিলেন। তারপর তিনি আদ্যর কে. লক্ষ্মণ ও ধনঞ্জায়ানসের কাছ থেকে নৃত্য শিখেন। চেন্নাইয়ের পিএস সিনিয়র সেকেন্ডারি বিদ্যালয় থেকে তিনি স্কুলশিক্ষা সমাপ্ত করেন। এরপর চেন্নাইয়ের স্টেলা মেরিস কলেজ থেকে তিনি স্নাতক ডিগ্রী অর্জন করেন।

১৯৮৬ সালে তিনি তামিল ছবি আনন্দ তান্ডবমএ মুখ্য নৃত্যশিল্পী হিসাবে অভিনয় করেছিলেন যেটি তাঁর গুরু [৯] আদ‍্যর কে লক্ষ্মণের একটি প্রযোজনা ছিল। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, যেখানে তিনি স্নায়ুবিজ্ঞানে মেজর করেছিলেন।

উল্লেখযোগ্য প্রযোজনা সম্পাদনা

২০০৯ সালের দিকে সবিতা শাস্ত্রী পরম্পরাগত "মার্গম" পরিবেশন করা থেকে বিরত হয়ে বিষয়বস্তু বা থিম-নির্ভর প্রযোজনার প্রতি আগ্রহী হন। তাঁর কয়েকটি উল্লেখযোগ্য প্রযোজনার মধ্যে রয়েছে মিউজিক উইদিন (২০১০),[১০][১১] সোল কেজেস (২০১২),[১২][১৩][১৪][১৫][১৬][১৭][১৮] দ্য প্রফেট: ডেসটিনি, ডিভাইনিটি এন্ড ডাউট [১৯] এবং চেইন্স: লাভ স্টোরিস অব শ্যাডোস (২০১৫)

ব্যক্তিগত জীবন সম্পাদনা

সবিতা শাস্ত্রী এ.কে. শ্রীকান্তের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তিনি তাঁর সমস্ত প্রযোজনায় অংশীদার এবং উচ্চ বিদ্যালয়ের সহপাঠীও ছিলেন। এই দম্পতি যৌথভাবে তাঁদের অনুষ্ঠান প্রযোজনা করেন এবং তাঁরা বর্তমানে মুম্বইয়ে বসবাস করেন।[তথ্যসূত্র প্রয়োজন]

মঞ্চনৃত্য প্রযোজনা সম্পাদনা

নৃত্যভিত্তিক চলচ্চিত্র সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Praveen, Priyanka. (6 August 2012). Breaking free from the mould. Deccan Chronicle ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ মার্চ ২০১৬ তারিখে.
  2. Singh, Nonika. (15 July 2012). Like a Free Bird. The Tribune.
  3. Yasin, Fozia. (27 January 2013). Modern Classics. The Asian Age.
  4. Vincent, Anusha. (5 March 2013). Natya goes beyond borders. Deccan Chronicle.
  5. Walia, Yamini. (12 February, 2015). The Classical Storyteller. Afternoon Despatch & Courier.
  6. Chatterjee, Anannya. (31 January, 2015). Tussle between personal choice and societal expectations is constant. Absolute India.
  7. Vishwanath, Narayana. (9 March 2015). Telling the tale of Womanhood. Indian Express
  8. Dhamija, Ashok. (20 January, 2015). Dance Performance by Savitha Sastry. NewsBand Navi Mumbai
  9. "Viswanathan, Lakshmi. (1 December 2003). Inimitable Dance Guru. The Hindu."। ৬ ডিসেম্বর ২০০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২১ 
  10. Das, Priya. "A Quiet Dance of the Soul" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ এপ্রিল ২০১৫ তারিখে, India Currents, 29 November 2010.
  11. Bal, Harish. "Festival Rhythms", The Hindu, 13 October 2011.
  12. Subramanya, Mysore V."Music & Dance Reviews", Deccan Herald, 11 April 2013.
  13. Sharma, SD. "Savitha Sastry leaves Chandigarh Audience awestruck" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে, Hindustan Times (July 2012).
  14. Kumar, Ranee. "Enchanting Treatment", The Hindu, 10 August 2012.
  15. Singh, Ayesha. "Soul Cages – A renaissance in Bharatanatyam" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ মার্চ ২০১৬ তারিখে, Sunday Standard, 9 December 2012.
  16. Mendoza, Conan."The Drama of Dance", Deccan Chronicle, 3 April 2013.
  17. Reviews on YUDH – the dance drama ballet by Savitha Sastry, IndiaStudyChannel, 26 April 2013.
  18. Pattabhiraman, Arundhati. "Creativity Unlimited", Deccan Herald], 10 March 2013.
  19. "Around Town", Indian Express, 19 November 2013.