সন্ধ্যাবাজার যৌনপল্লি

বাংলাদেশের পতিতালয়
(সন্ধ্যাবাজার পতিতালয় থেকে পুনর্নির্দেশিত)

সিলেট জেলার সন্ধ্যাবাজার পতিতালয় হলো বাংলাদেশ সরকার অনুমোদিত ১০টি বৈধ যৌনপল্লির অন্যতম।[]

সিলেটের ধোপাদিঘীর পাড় এলাকার সন্ধ্যাবাজার নামক স্থানে পতিতালয়টি অবস্থিত। যা স্থানীয়ভাবে পৌরবিপণি নামে পরিচিত। সন্ধ্যাবাজারের একটি আবাসিক হোটেলে অবস্থিত এই পতিতালয়টি। নিচে মসজিদ, উপরে পতিতালয় হবার কারণে জায়গাটি বিশেষভাবে আলোচিত। এই কারণেই পতিতালয়টি নজরে আসার পর একবার উচ্ছেদও করে দেয়া হয়েছিলো। পরবর্তীতে পতিতারা ওই জায়গাটির আশেপাশেই ছড়িয়ে ছিটিয়ে বসতি গড়ে তোলে। যা সন্ধ্যাবাজার যৌনপল্লি হিসাবে পরিচিত।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "কেমন আছেন বাংলাদেশের যৌনকর্মীরা?"DW.COM। ২৩ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২১ 

বহিঃসংযোগ

সম্পাদনা