সদরঘাট সেতু (ইংরেজি: Sadarghat Setu) হল আসামের শিলচর শহরের বরাক নদীর উপর নির্মিত একটি সেতু। [১] এটি শিলচর শহরের একমাত্র সেতু।এই সেতুর দ্বারা শিলচর শক্ষর অসমের রাজধানী গুয়াহাটি ও পূর্ব ভারতের প্রধান শহর কলকাতা সঙ্গে যুক্ত।

পাখির চোখে সদরঘাট সেতু

তথসূত্র সম্পাদনা

অনুরূপভাবে বাংলাদেশের রাজধানী ঢাকার প্রধান নদী বন্দরকেও সদরঘাট বলা হয়। তবে সেখানে সকল সেতুর ভিন্ন ভিন্ন নাম রয়েছে। বন্দরটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।