সতীশ শিবলিঙ্গম

ভারতীয় ভারোত্তোলক

সতীশ শিবলিঙ্গম (জন্ম: ২৩শে জুন ১৯৯২) একজন ভারতীয় ভারোত্তোলক যিনি পুরুষদের ৭৭ কেজি বিভাগে ২০১৪২০১৮ কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জিতেছিলেন। রাহুল দ্রাবিড় অ্যাথলিট মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে তাঁকে গোস্পোর্টস ফাউন্ডেশন তাকে সহায়তা দেয়।

সতীশ শিবলিঙ্গম
২০১৫ সালের ২৯শে আগস্ট দিল্লির রাষ্ট্রপতি ভবনে তদানীন্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর হাত থেকে অর্জুন পুরস্কার গ্রহণ করছেন সতীশ
ব্যক্তিগত তথ্য
জন্ম নামসতীশ কুমার শিবলিঙ্গম[১]
জাতীয়তাভারতীয়
জন্ম (1992-06-23) ২৩ জুন ১৯৯২ (বয়স ৩১)
ভেলোর, তামিলনাড়ু, ভারত
উচ্চতা১.৭৫ মি (৫ ফু ৯ ইঞ্চি) (২০১৪)
ওজন৭৭ কেজি (১৭০ পা) (২০১৮)
ক্রীড়া
দেশ ভারত
ক্রীড়াভারোত্তোলন
বিভাগ৭৭ কেজি
২১ এপ্রিল ২০১৮ তারিখে হালনাগাদকৃত

প্রাথমিক জীবন সম্পাদনা

সতীশ তামিলনাড়ুর ভেলোর জেলার সাতুবাচারিতে জন্মগ্রহণ করেন ১৯৯২ সালের ২৩শে জুন। তাঁর বাবা শিবলিঙ্গম প্রাক্তন সেনা সদস্য যিনি জাতীয় পর্যায়ে স্বর্ণপদক জিতেছিলেন এবং এখন ভেলোরের ভিআইটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন। [২] সতীশ তাঁর স্কুল পড়াশোনা সাতুবাছড়ির সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে করেছিলেন। তিনি দক্ষিণ রেলওয়ে চেন্নাইয়ে কাজ করেন। [৩]

কর্মজীবন সম্পাদনা

২০১৮ কমনওয়েলথ গেমসে তিনি ৭৭ কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছিলেন। তিনি স্ন্যাচ বিভাগে ১৪৪ কেজি উত্তোলন করেন এবং ক্লিন ন জার্ক বিভাগে ১৭৩ কেজি উত্তোলন করে স্বর্ণপদক জেতেন। [৪]

২০১৪ কমনওয়েলথ গেমসে, সতীশ পুরুষদের ৭৭ কেজি বিভাগে স্ন্যাচ বিভাগে ১৪৯ কেজি উত্তোলন করেন এবং ক্লিন এন জার্ক বিভাগে ১৭৯ কেজি উত্তোলন করে মোট ৩২৮ কেজি উত্তোলন করেন এবং স্বর্ণপদক জেতেন। স্ন্যাচ বিবাহগে তিনি একটি নতুন গেমস রেকর্ড স্থাপন করেন । [৫]

সতীশ পুরুষদের ৭৭ কেজি বিভগাএ ২০১৬ রিও অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন, যেখানে তিনি ১৪ জন ভারোত্তোলকের মধ্যে একাদশ স্থানে প্রতিযোগিতা শেষ করেন। [৬]

অর্জনসমূহ সম্পাদনা

কমনওয়েলথ গেমস [১]

বছর স্থান ইভেন্ট মোট ফলাফল
২০১৮ গোল্ড কোস্ট ৭৭ কেজি ৩১৭ স্বর্ণপদক
২০১৪ গ্লাসগো ৭৭ কেজি ৩২৮ স্বর্ণপদক

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপস [১]

বছর স্থান ইভেন্ট মোট ফলাফল
২০১৭ গোল্ড কোস্ট ৭৭ কেজি ৩২০ স্বর্ণপদক
২০১৫ গ্লাসগো ৭৭ কেজি ৩২৫ স্বর্ণপদক
২০১২ তাসমানিয়া ৭৭ কেজি ২৯৭ স্বর্ণপদক


আরো দেখুন সম্পাদনা

  • ভেলোরের ব্যক্তিবর্গের তালিকা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০২১-০৫-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১৭ 
  2. "Vellore Lad Follows Dad's Lead, Keeps Up Pride of Family"The New Indian Express। ২৯ জুলাই ২০১৪। ১৪ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৪ 
  3. "Winning CWG gold is life's turning point: Satish Kumar Sivalingam"Times of India। ২৮ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৪ 
  4. "Commonwealth Games 2018: Weightlifter Sathish Sivalingam lands India's third gold medal"Times of India। ৭ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৮ 
  5. "Glasgow 2014: Jack Oliver and Sarah Davies miss out on medals"। BBC। ২৭ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৪ 
  6. । ১১ আগস্ট ২০১৬ http://www.firstpost.com/sports/rio-olympics-2016-sathish-sivalingam-finishes-11th-indian-weightlifters-end-campaign-2948534.html। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৬  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)