সড়ক ই৬১১ (সংযুক্ত আরব আমিরাত)

সংযুক্ত আরব আমিরাতের একটি সড়ক

ই ৬১১ (আরবি: إ ٦١١) সংযুক্ত আরব আমিরাতের একটি সড়ক। এটি আমিরাত সড়ক নামেও পরিচিত। আবুধাবি আমিরাতের সাথে উত্তরাঞ্চলীয় রাশ আল খাইমাহ, উম্ম আল কওয়্যাইন আমিরাতকে সংযুক্ত করার জন্য ই ৬১১ সড়কটি তৈরী করা হয়েছে। রাস্তাটি দুবাই শহরকে পাশ কাটিয়ে ই ৩১১-এর সমান্তরালে অতিক্রম করে।

টেমপ্লেট:Infobox road/name/ARE
إ ٦١١
আমিরাতগুলির সড়ক
পথের তথ্য
অস্তিত্বকাল২০০৬–বর্তমান
অবস্থান
প্রধান শহরদুবাই, আবু ধাবি, শারজাহ, আজমান, উম আল কুওয়াইন, রাস আল খাইমাহ, আল ফুজাইরাহ
মহাসড়ক ব্যবস্থা

ইতিহাস সম্পাদনা

রাস্তাটি তিন ধাপে সম্পন্ন করা হয়েছে। প্রথম পর্যায় ফেব্রুয়ারি ২০০৬ এ শুরু হয়। এই পর্যায়ে একটি সেক্টর তৈরির লক্ষ্য ছিল, যা ই ৬৬ (দুবাই-আল আইন সড়ক) থেকে শুরু হয়ে ই ৭৭ (জেবেল আলী আল হাবাব সড়ক) পর্যন্ত গিয়েছে। দ্বিতীয় পর্যায় ২০০৭ সালের জানুয়ারিতে শুরু হয়। এই পর্যায়ে শারজাহের ই ৮৮ (আল দইদ সড়ক)-এর সাথে বাইপাসকে যুক্ত করা হয়।


২০১৩ সালে এমিরেটস সড়ক নামকরণের আগে, ই ৬৬ কে দুবাই বাইপাস সড়ক বলা হত।[১]

চিত্রশালা সম্পাদনা


তথ্যসূত্র সম্পাদনা

  1. "Dubai Bypass Road renamed Emirates Road"Gulf News। এপ্রিল ৬, ২০১৩। সংগ্রহের তারিখ জানুয়ারি ২০, ২০১৪