সঙ্গীত বাংলা (ইংরেজি: Sangeet Bangla) হল ভারতের একটি কলকাতাকেন্দ্রিক বাংলা ভাষার সঙ্গীত বিনোদন চ্যানেল। এই চ্যানেলটি মিডিয়া ওয়ার্ডওয়াইডের সহ-প্রযোজনা। ২০০৪ সালে সম্প্রচার শুরু করা সঙ্গীত বাংলা একটি ২৪ ঘণ্টার ফ্রি-টু-এয়ার চ্যানেল। মূলত বাংলা আধুনিক, ব্যান্ড ও ফিল্মিগানের চ্যানেল হলেও অন্যান্য ধরনের গানও এখানে সম্প্রচারিত হয়।

সঙ্গীত বাংলা
উদ্বোধন১৫ এপ্রিল ২০০৫; ১৯ বছর আগে (2005-04-15)
মালিকানামিডিয়া ওয়ার্ডল্ডওয়াইড প্রাইভেট লিমিটেড[]
স্লোগানহু‌ল্লোড় হ‌য়ে যাক
প্রধান কার্যালয়কলকাতা, পশ্চিম বাংলা, ভারত
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
মিউজিক ইন্ডিয়া,
সঙ্গীত ভোজপুরি,
সংগীত মারাঠি
ওয়েবসাইটwww.sangeetbangla.com

এই চ্যানেলে সম্প্রচারিত প্রধান প্রধান অনুষ্ঠানগুলি হল – বাপ রে কি শ্যুটিং, চল ধান্নু, টক ঝাল আন্টি, হাওড়া ব্রিজ, ঈষৎ উষ্ণ, টলিউড রিপোর্টার, বিন্দাস বলিউড, বাঙালি বাবু হচ্ছে কাবু, ইস্টাইল, নিউজ ফ্ল্যাশ, সিন আনসিন, চির নূতন, ফিল্ম স্টপ, টাইম পাস, গান ভালবেসে গান, ব্যান্ড বাজাও ইত্যাদি।

অনুষ্ঠানমালা

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৪ জুলাই ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০০৮