সংসারপুর
ভারতের একটি গ্রাম
সংসারপুর (ইংরেজি: Sansarpur) ভারতের পাঞ্জাব রাজ্যের জলন্ধর জেলার একটি শহর।
সংসারপুর | |
---|---|
শহর | |
পাঞ্জাব (ভারত), ভারতে অবস্থান | |
স্থানাঙ্ক: ৩১°১৬′১৫″ উত্তর ৭৫°৩৬′১৯″ পূর্ব / ৩১.২৭০৭° উত্তর ৭৫.৬০৫২° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পাঞ্জাব (ভারত) |
জেলা | জলন্ধর |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ৪,০৬১ |
ভাষা | |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনাভারতের ২০০১ সালের আদম শুমারি অনুসারে সংসারপুর শহরের জনসংখ্যা হল ৪০৬১ জন।[১] এর মধ্যে পুরুষ ৫১% এবং নারী ৪৯%।
এখানে সাক্ষরতার হার ৭৫%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৯% এবং নারীদের মধ্যে এই হার ৭১%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে সংসারপুর এর সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ১১% হল ৬ বছর বা তার কম বয়সী।
উল্লেখযোগ্য মানুষ
সম্পাদনাভারতের উল্লেখযোগ্য হকি খেলোয়াড়দের বেশ কয়েকজন সংসারপুরেের বাসিন্দা ছিলেন:[২]
- গুরজিত সিং কুল্লার,(১৯৫৮) এশিয়ান গেমস
- গুরুদেব সিং কুল্লার, ফিল্ড হকি, অলিম্পিয়ান
- উধম সিং কুল্লার, অলিম্পিয়ান
- দর্শন সিং, ফিল্ড হকি, অলিম্পিয়ান
- অজিত পাল সিং কুল্লার, অলিম্পিয়ান
- কলোনেল বলবীর সিং কুল্লার, অলিম্পিয়ান
- বলবীর সিং খুল্লার, অলিম্পিয়ান
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ভারতের ২০০১ সালের আদম শুমারি"। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৬, ২০০৭।
- ↑ "The Promised Land"। ২১ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৬।