সংগঠন ও বাঙালি
সংগঠন ও বাঙালি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ রচিত একটি আলোচনাধর্মী গ্রন্থ। এটি লেখকের অনেকগুলো প্রবন্ধ সংকলনে প্রবন্ধ। এ বইয়ে লেখক বাঙালির সাংগঠনিক প্রতিভা নিয়ে আলোচনা করেছেন।
![]() | |
লেখক | আবদুলাহ আবু সায়ীদ |
---|---|
প্রচ্ছদ শিল্পী | কাইয়ুম চৌধুরী |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
প্রকাশক | দিব্যপ্রকাশ |
প্রকাশনার তারিখ | ফেব্রুয়ারি ২০০৩ |
পৃষ্ঠাসংখ্যা | ৮০ |
আইএসবিএন | [[বিশেষ:বইয়ের_উৎস/আইএসবিএন 984-483-140-7|আইএসবিএন ৯৮৪-৪৮৩-১৪০-৭]] {{ISBNT}} এ প্যারামিটার ত্রুটি: অবৈধ অক্ষর |
বিষয়বস্তু সম্পাদনা
এই বইতে জাতিগতভাবে বাঙ্গালি কেন কোনো সংগঠন গড়ে তুলতে এতটা অক্ষম তা খুজেছেন, ইতিহাসের দিকে ফিরে যেয়ে দেখিয়েছে, এই জাতি সারাজীবন শাসিত হয়ে এসেছে। নিজেরা কোনদিন শাসন করতে পারেনি। পরাধীন থাকার মানসিকতা রক্তে মিশে গেছে। জাতি হিসেবে আমরা কতটা আত্নকেন্দ্রিক ও স্বার্থপর তুলে এনেছেন।