শ্রী হরগোবিন্দপুর

শ্রী হরগোবিন্দপুর (ইংরেজি: Sri Hargobindpur) ভারতের পাঞ্জাব রাজ্যের গুরুদাসপুর জেলার একটি শহর। বিয়াস নদীর তীরে অবস্থিত ষষ্ঠ গুরু শ্রী গুরু গুরু হরগোবিন্দ সাহেব জি তাঁর পিতা এবং পঞ্চম গুরু শ্রী গুরু গুরু অর্জান দেব সাহেব জিয়ার কেনা জমিতে এই শহরটি প্রতিষ্ঠা করেছিলেন, শহরটি রামগড়িয়া মিসেলের পূর্ববর্তী রাজধানীও।

শ্রী হরগোবিন্দপুর
শহর
শ্রী হরগোবিন্দপুর পাঞ্জাব-এ অবস্থিত
শ্রী হরগোবিন্দপুর
শ্রী হরগোবিন্দপুর
পাঞ্জাব (ভারত), ভারতে অবস্থান
স্থানাঙ্ক: ৩১°৪১′২২″ উত্তর ৭৫°২৮′৪৭″ পূর্ব / ৩১.৬৮৯৪° উত্তর ৭৫.৪৭৯৭° পূর্ব / 31.6894; 75.4797
দেশ ভারত
রাজ্যপাঞ্জাব (ভারত)
জেলাগুরুদাসপুর
জনসংখ্যা (২০০১)
 • মোট৩,৯৯৩
ভাষা
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে শ্রী হরগোবিন্দপুর শহরের জনসংখ্যা হল ৩৯৯৩ জন।[১] এর মধ্যে পুরুষ ৫২% এবং নারী ৪৮%।

এখানে সাক্ষরতার হার ৬৬%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৬৯% এবং নারীদের মধ্যে এই হার ৬৩%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে শ্রী হরগোবিন্দপুর এর সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ১২% হল ৬ বছর বা তার কম বয়সী।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৬, ২০০৭