শ্রী যোগেশ্বর ঋষিকুল ইন্টার কলেজ
শ্রী যোগেশ্বর ঋষিকুল ইন্টার কলেজ ভারতের উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌতে অবস্থিত একটি কলেজ। [১] এটি শীতলা দেবী মন্দিরের কাছে মেহেন্দিগঞ্জে অবস্থিত। ১৯০৫ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল বাবা আচারদেব গুরু ছিলে প্রথম গুরু। এটি একটি গুরুকুল ছিল কিন্তু এখন অন্য কলেজের মত একটি ইনস্টিটিউট। এটি বর্তমানে একটি সরকারি কলেজ।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "SRI YOGESHWAR RISHIKUL INTER COLLEGE, NAGAR SHAITRA, LUCKNOW"। www.schoolsworld.in। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৬।