শ্রীহরি নটরাজ

ভারতীয় সাঁতারু

শ্রীহরি নটরাজ (জন্ম: ১৬ই জানুয়ারী, ২০০১) [] একজন ভারতীয় সাঁতারু। দক্ষিণ কোরিয়ায় আয়োজিত গোয়াংজু তে ২০১৯ বিশ্ব অ্যাকুয়াটিক চ্যাম্পিয়নশিপে তিনি ভারতের প্রতিনিধিত্ব করেন ।

Srihari Nataraj
ব্যক্তিগত তথ্য
জন্ম (2001-01-16) ১৬ জানুয়ারি ২০০১ (বয়স ২৩)
ক্রীড়া
ক্রীড়াসাঁতার

২০১৭ সালে, তিনি তুর্কমেনিস্তানের আশখাবাদে অনুষ্ঠিত ২০১৭ এশিয়ান ইনডোর এবং মার্শাল আর্ট গেমসে স্বল্প দৈর্ঘ্যের সাঁতারে প্রতিযোগিতা করেছিলেন।

২০১৮ সালে, অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত ২০১৮ কমনওয়েলথ গেমসে তিনি ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। [] কয়েক মাস পরে, তিনি ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ২০১৮ এশিয়ান গেমসে অংশ নিয়েছিলেন। [] একই বছর, তিনি ছেলেদের ৫০ মিটার ব্যাকস্ট্রোক, ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক এবং ছেলেদের ২০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টগুলিতে আর্জেন্টিনার বুয়েনস আইরেসে অনুষ্ঠিত ২০১৮ গ্রীষ্মকালীন যুব অলিম্পিকে অংশ নিয়েছিলেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Entry list" (পিডিএফ)2019 World Aquatics Championships। ২৬ জুলাই ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২০ 
  2. "Srihari Nataraj"2018 Commonwealth Games। ১১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২০ 
  3. "Swimming Results Book" (পিডিএফ)2018 Asian Games। ২৮ জুলাই ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২০