শ্রীলঙ্কা বিমানবাহিনী নারী শাখা

শ্রীলঙ্কা বিমানবাহিনী নারী শাখা বা ইংরেজিতে শ্রীলঙ্কা এয়ার ফোর্স উইমেন্স উইং হচ্ছে শ্রীলঙ্কা বিমানবাহিনীর নারীদের জন্য আলাদা একটি প্রতিষ্ঠান যেটাতে পুরুষ বিমানসেনা এবং কর্মকর্তাদের অনুরূপ নারী বিমানসেনা (এয়ারওম্যান) এবং লেডি অফিসার আছে তবে নারীদের বৈমানিক হওয়ার অনুমতি এ বাহিনীতে নেই। এই উইংটি যুক্তরাজ্যের ওমেন্স রয়্যাল এয়ার ফোর্স এর আদলে গঠিত হয়েছিলো ১৯৮৩ সালে।[১][২]

শ্রীলঙ্কা বিমানবাহিনী নারী শাখা
২০১২ সালে বিমানসেনা এবং কর্মকর্তাদের কুচাকাওয়াজ
সক্রিয়১৯৮৩ - বর্তমান
দেশশ্রীলঙ্কা
শাখাশ্রীলঙ্কা বিমানবাহিনী
যুদ্ধসমূহশ্রীলঙ্কার গৃহযুদ্ধ

তথ্যসূত্র সম্পাদনা

  1. Sri Lanka Air Force Headquarters। "Women's WIng"। airforce.lk। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৭ 
  2. Sri Lanka Air Force Headquarters। "Recruits Pass Out In Ampara"। airforce.lk। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৭