শ্রীমান (অভিনেতা)

ভারতীয় অভিনেতা

শ্রীমান একজন খ্যাতনামা দক্ষিণ ভারতীয় অভিনেতা। তিনি তামিল চলচ্চিত্রের প্রখ্যাত প্রযোজক প্রকাশ রেড্ডির ছেলে।[১][২]

শ্রীমান
জন্ম
জাতীয়তাভারতীয়
নাগরিকত্ব ভারত
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৭৫–বর্তমান
দাম্পত্য সঙ্গীনমিতা
পিতা-মাতাপ্রকাশ রেড্ডি ও
জয়া লক্ষ্মী

প্রাথমিক জীবন সম্পাদনা

তিনি ভারতের অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রিতে তামিলভাষী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা তামিল চলচ্চিত্র প্রযোজক প্রকাশ রেড্ডি যিনি ২২ টি চলচ্চিত্র তৈরি করেছেন এবং মা জয়া লক্ষ্মী। অভিনেতা শ্রীমানের স্কুল জীবন কেটেছে চেন্নাই শহরে। তিনি চেন্নাইয়ের আদিয়ার এলাকায় অবস্থিত ভারত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। পরবর্তীতে পাচায়াপ্পা'স কলেজ, চেন্নাই থেকে বি.কম. পাশ করেন।[১][২]

বৈবাহিক জীবন সম্পাদনা

অভিনেতা শ্রীমান নমিতা নামে একজন ডাক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[১][২]

অভিনয় জীবন সম্পাদনা

শ্রীমান ১৯৭৫ সালে বাংগারা মানাসুলো (Bangara Manushulu) নামে একটি চলচ্চিত্রে একজন শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন। সেসময় তার অভিনীত আরো কিছু ছবি মুক্তি পায়। পরবর্তীতে পড়াশোনার জন্য তিনি বিরতি নেন এবং ১৯৯০ এর দশকের মাঝামাঝি সময় থেকে ফের চলচ্চিত্রে নিয়মিত হন।[১]

অভিনীত ছবির তালিকা সম্পাদনা

বছর চলচ্চিত্র ভাষা চরিত্র অন্যান্য তথ্য
১৯৭৫ Bangara Manushulu তেলুগু শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন
১৯৯৩ Dongalunaru Jagartha তেলুগু
১৯৯৪ Pudhiya Mannargal তামিল
১৯৯৬ Maa Inti Aadapaduchu তেলুগু
১৯৯৭ রাশি তামিল
১৯৯৭ লাভ টুডে তামিল Ravi
১৯৯৮ Nilaave Vaa তামিল Laasar
১৯৯৯ Nenjinile তামিল Chandru
১৯৯৯ সেতু তামিল সেতুর বন্ধু
২০০০ Vallarasu তামিল রহিম
২০০১ Dheena তামিল
২০০১ ফ্রেন্ডস তামিল গৌতম
২০০১ Vaanchinathan তামিল
২০০১ কৃষ্ণ কৃষ্ণ তামিল বালকৃষ্ণ
২০০১ Narasimha তামিল
২০০১ Asokavanam তামিল মধু
২০০১ Kaatrukkenna Veli তামিল ডঃ সুভাষ চন্দ্র বোস
২০০১ Manadhai Thirudivittai তামিল অশোক
২০০১ Thavasi তামিল Thangarasu
২০০২ Pammal K. Sambandam তামিল মালতীর ভাই
২০০২ শিশু তেলুগু
২০০২ সপ্তম তামিল
২০০২ Enge Enathu Kavithai তামিল
২০০২ Panchathantiram তামিল হনুমান রেড্ডি
২০০২ শ্রী তামিল শিব কুমার
২০০২ Jaya তামিল
২০০৩ রামচন্দ্র তামিল সুরেশ কুমার
২০০৩ Chokka Thangam তামিল
২০০৩ Vaseegara তামিল শ্রীমান
২০০৩ Nala Damayanthi তামিল Badri
২০০৩ Thayumanavan তামিল
২০০৩ Thennavan তামিল
২০০৩ Diwan তামিল Duraisingam's son
২০০৩ Kadhal Kirukkan তামিল পুলিশ অফিসার
২০০৩ Indru তামিল রিচার্ড
২০০৪ Aayutha Ezhuthu তামিল Dilli
২০০৪ Kudaikul Mazhai তামিল
২০০৫ শুকরান তামিল দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার
২০০৫ Thaka Thimi Tha তামিল
২০০৫ Thullum Kaalam তামিল
২০০৫ Sorry Enaku Kalyanamayidichu তামিল অশোক
২০০৫ Unarchigal তামিল
২০০৬ Imsai Arasan 23am Pulikesi তামিল Agandamuthu
২০০৬ Nenjirukkum Varai তামিল
২০০৭ Pokkiri তামিল Saravanan
২০০৭ Thoovanam তামিল
২০০৭ Nam Naadu তামিল
২০০৭ Vegam তামিল
২০০৭ Azhagiya Tamil Magan তামিল শক্তি
২০০৮ Sila Nerangalil তামিল
২০০৮ Arasangam তামিল
২০০৮ Pandi তামিল Rajapandi
২০০৮ Nalla Ponnu Ketta Paiyyan তামিল আনন্দ
২০০৮ Naayagan তামিল বিশ্বনাথ
২০০৮ Pathu Pathu তামিল
২০০৮ Aegan তামিল
২০০৮ Pattaya Kilappu তামিল
২০০৯ Ilampuyal তামিল
২০০৯ Villu তামিল Max
২০০৯ Satrumun Kidaitha Thagaval তামিল
২০০৯ Thoranai তামিল
২০০৯ Engal Aasan তামিল
২০০৯ Aarumaname তামিল
২০০৯ Unnaipol Oruvan তামিল অরবিন্দ বাবু
২০১০ সুরা তামিল Thandapani
২০১০ Mandabam তামিল
২০১০ Manmadan Ambu তামিল
২০১১ কানচানা তামিল
২০১১ Aduthathu তামিল প্রতাপ
২০১১ Vedi তামিল Cheemachu alias Srinivasan
২০১১ Vellore Maavattam তামিল
২০১১ Oosaravelli তেলুগু জনি
২০১১ Sadhurangam তামিল
২০১১ Anandha Thollai তামিল
২০১১ Naane Varuven তামিল
২০১১ Naan Aval Adhu তামিল
২০১২ বিল্লা ২ তামিল
২০১২ Rebel তেলুগু
২০১৩ সমর তামিল জয়কুমার
২০১৩ Naiyaandi তামিল পরমজ্যোতি
২০১৫ Aambala তামিল Naddu Ponnu's Husband
২০১৫ কানচানা ২ তামিল ডঃ প্রসাদ সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে এডিসন এওয়ার্ড পেয়েছেন
২০১৫ Masss তামিল শ্রীপতি
২০১৫ ত্রিপুরা তেলুগু Taddi Taapaarao
২০১৬ Miruthan তামিল Mall Security
২০১৬ Muthina Kathirika তামিল গোপী
২০১৭ Bairavaa তামিল পিকে'র সহযোগী
২০১৭ Sathuranga Vettai 2 তামিল

তথ্যসূত্র সম্পাদনা

  1. Sriman (actor) - Profile, Biography and Life History: www.veethi.com (প্রকাশিতঃ ১৮ মার্চ, ২০১৪)
  2. "About Sriman: www.cinecoffee.com (প্রকাশিতঃ ০২ ফেব্রুয়ারি, ২০১৫)"। ১৬ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৭