শ্রীপ্রিয়া
জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
শ্রীপ্রিয়া হচ্ছেন ভারতের একজন সাবেক চলচ্চিত্র অভিনেত্রী। তামিল, তেলুগু, মালয়লম, কন্নড় এবং হিন্দি ভাষায় শ্রীপ্রিয়া মোট ৩০০টির মত চলচ্চিত্রে অভিনয় করেছিলেন; এর মধ্যে ২০০টিই তামিল ভাষার। ১৯৭৩ সাল থেকে ১৯৮৬ সাল পর্যন্ত শ্রীপ্রিয়া মুখ্য ভূমিকায় অভিনয় করতেন এরপর '৮৭ সাল থেকে '৯২ পর্যন্ত তিনি সাপোর্টিং রোলে অভিনয় করা শুরু করেন। তামিল এবং তেলুগু ভাষায় কিছু চলচ্চিত্র পরিচালনাও করেন তিনি।[১]
শ্রীপ্রিয়া | |
---|---|
জন্ম | |
কর্মজীবন | ১৯৭৩-১৯৯২ ২০০৭, ২০১৪ |
দাম্পত্য সঙ্গী | রাজকুমার সেতুপতি (বিয়ে. ১৯৮৮-বর্তমান) |
১৯৭৩ সালের চলচ্চিত্র বিশালীতে শ্রীপ্রিয়া প্রথম অভিনয় করেন, এরপর ১৯৭৪ সালের চলচ্চিত্র মুরুগান কাটিয়া ভাড়িতে অভিনয় করার সুযোগ পান যেটি পি মাধবন পরিচালনা করেছিলেন। তিনি কমল হাসন, রজনীকান্ত এবং শিবাজী গণেশন এর মত নামকরা চলচ্চিত্র অভিনেতাদের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন।[২]
সত্তরের দশকের শেষের দিকে এবং আশির দশকের শুরুর দিকে শ্রীপ্রিয়া অভিনীত চলচ্চিত্র ব্যবসাসফল হয়েছিলো, সি রুদ্রায়া পরিচালিত আভাল আপ্পাদিদান (১৯৭৭) এ শ্রীপ্রিয়া মঞ্জু চরিত্রে অভিনয় করে 'তামিলনাড়ু রাজ্য পুরস্কার' জিতেছিলেন।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "The Hindu : Tamil Nadu / Chennai News : "I owe what I am today to cinema""। ২৩ ফেব্রুয়ারি ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৯।
- ↑ Films[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ http://www.newindianexpress.com/entertainment/tamil/Im-angry-at-whats-happening-Sripriya/2013/09/02/article1762968.ece%7CI'm[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] angry at what's happening
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে শ্রীপ্রিয়া (ইংরেজি)