শ্রীচৈতন্য মহাবিদ্যালয়
শ্রীচৈতন্য মহাবিদ্যালয় পশ্চিমবঙ্গে রাজ্যের হাবড়ার একটি কলেজ। এটি ১৯৬৫ সালে প্রতিষ্ঠা করা হয়।[২] এটি বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিষয়ে স্নাতক সম্মান ও সাধারণ ডিগ্রি প্রদান করে। এটি বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রিও প্রদান করে। এটি পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত।[৩]
ধরন | বিশ্ববিদ্যালয় কলেজ |
---|---|
স্থাপিত | ১৯৬৫ |
অধিভুক্তি | পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় |
অধ্যক্ষ | সুব্রত চট্টোপাধ্যায় [১] |
অবস্থান | হাবড়া-প্রফুল্লনগর , , |
ওয়েবসাইট | www |
বিভাগ এবং কোর্স
সম্পাদনাকলেজটি বিভিন্ন স্নাতক ও স্নাতকোত্তর কোর্স অফার করে এবং এর লক্ষ্য হাবরা ও এর পার্শ্ববর্তী অঞ্চলের নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির লোকেদের অস্নাতক শিক্ষা প্রদান করে।[৪]
বিজ্ঞান
সম্পাদনাবিজ্ঞান অনুষদ রসায়ন, পদার্থবিদ্যা, গণিত, কম্পিউটার সায়েন্স, খাদ্য ও পুষ্টি, মাইক্রোবায়োলজি, ফিজিওলজি এবং ইকোনমিক্স বিভাগ নিয়ে গঠিত।।
কলা ও বাণিজ্য
সম্পাদনাকলা ও বাণিজ্য অনুষদ বাংলা, ইংরেজি, সংস্কৃত, ইতিহাস, শারীরিক শিক্ষা, শিক্ষা এবং বাণিজ্য বিভাগ নিয়ে গঠিত।
স্বীকৃতি
সম্পাদনাশ্রীচৈতন্য মহাবিদ্যালয়কে এনএএসি দ্বারা এ গ্রেড (সাইকেল-২-এ) প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক স্বীকৃত।[২] শ্রীচৈতন্য মহাবিদ্যালয়ও একটি 'ISO-9001-2015' প্রত্যয়িত প্রতিষ্ঠান।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Sree Chaitanya Mahavidyalaya"। www.scmhabra.org। ১৯ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০২৩।
- ↑ ক খ Colleges in West Bengal, University Grants Commission
- ↑ "Affiliated College of West Bengal State University"। ২০১২-১০-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "Courses Offered, Sree Chaitanya Mahavidyalaya"। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২৩।