শ্যাতো গ্যালান্ত

স্পেনীয় রাজনীতিবিদ

হোসে মারিয়া গ্যালান্তে সেরানো, যিনি শাতো গ্যালান্তে (২৭ এপ্রিল ১৯৪৮ – ২৮ মার্চ ২০২০) নামে পরিচিত ছিলেন, একজন স্পেনীয় গণতন্ত্রকামী কর্মী ছিলেন।

শ্যাতো গ্যালান্তে
২০১৯ সালের ফেব্রুয়ারিতে ৩৩তম গোয়া অ্যাওয়ার্ডসে গ্যালান্তে
জন্ম
হোসে মারিয়া গ্যালান্তে সেরানো

(১৯৪৮-০৪-২৭)২৭ এপ্রিল ১৯৪৮
মৃত্যু২৮ মার্চ ২০২০(2020-03-28) (বয়স ৭১)
জাতীয়তাস্পেনীয়
পরিচিতির কারণগণতন্ত্রপন্থী সংগ্রামী এবং এককালীন রাজনৈতিক বন্দী

জীবনী সম্পাদনা

গ্যালান্তে ছিলেন ফ্রাঙ্কো যুগের একসময়ের রাজনৈতিক বন্দী। ১৯৬৮ সালে তিনি ফ্রাঙ্কোর একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই করার জন্য তার জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেন এবং তাকে "অবৈধ মেলামেশা এবং প্রচার" এর জন্য গ্রেফতার করা হয়। তখন তার বয়স ছিল ২২। তাকে ডিজিএস-এ বন্দী করা হয়, যেখানে আন্তোনিও গঞ্জালেজ পাচেকো তাকে নির্যাতন করেন। ২০১০ সালে তিনি কার্লোস স্লেপয়ের সহায়তায় স্বৈরশাসনের সময় সংঘটিত অপরাধের বিরুদ্ধে দায়ের করা অভিযোগে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। ২০১৬ সালে এই অভিযোগের পক্ষে ৩১১ জন অভিযোগকারী ছিলেন।[১] [২][৩]

তিনি ২০২০ সালের মার্চ মাসে ৭১ বছর বয়সে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যান।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. El silencio de otros
  2. "Fallece el activista y preso del franquismo Chato Galante con coronavirus"eldiario.es (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২০ 
  3. ইয়ার্ডলি, জিম (৬ এপ্রিল ২০১৪)। "Facing His Torturer as Spain Confronts Its Past"দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। 
  4. "Muere por coronavirus el activista y expreso político madrileño Chato Galante"La Vanguardia (স্পেনীয় ভাষায়)। ২৯ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২০