শোভনা সহজানানন (জন্ম: ২৬ এপ্রিল, ১৯৮৭) ভারতীয় বংশোদ্ভূত একজন মালয়েশীয়-ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী।

জীবনী সম্পাদনা

সহজানানন ওড়িশি, ভরতনাট্যম এবং বলিউডের ধ্রুপদী নৃত্যের ধরনগুলোতে বিশেষ জ্ঞান অর্জন করেছেন। তিনি খুব অল্প বয়সেই নাচের প্রশিক্ষণ শুরু করেছিলেন। তিনি গুরু দেবী মহেশ্বরানের অধীনে ভরতনাট্যম অধ্যয়ন করেছিলেন এবং পরে গুরু রমলি ইব্রাহিমের নজরদারিতে ওড়িশির চর্চা করেছিলেন। ২০১২ সালের মে মাসে তাঁর বোন শালিনীর সাথে তিনি আরঙ্গেত্রম পরিবেশন করেছিলেন। তিনি কুয়ালালামপুর পারফর্মিং আর্টস সেন্টারে (কেএলপিএসি) বলিউডের নৃত্যও শিখিয়েছেন।

সহজানানন নৃত্য পরিকল্পনা বা কোরিওগ্রাফি, কর্মশালা, প্রদর্শনের মাধ্যমে নৃত্যশিক্ষা পরিচালনা এবং নতুন ভরতনাট্যম, বলিউড, আধুনিক/ধ্রুপদী ফিউশন এবং পরীক্ষামূলক নৃত্য তৈরি করেন। ২০১১ সালের অক্টোবরে তিনি কুয়ালালামপুর পারফর্মিং আর্টস সেন্টারের শর্ট অ্যান্ড সুইট নৃত্য উৎসবে পরিবেশন করেছিলেন।

বর্তমান কাজ সম্পাদনা

সহজাণনানন এখন সিঙ্গাপুরে অবস্থান করলেও প্রতি মাসে কুয়ালালামপুরে ভ্রমণ করেন। তিনি বর্তমানে বিভিন্ন জায়গায় শিক্ষকতা/ নাচ/কোরিওগ্রাফ করার পাশাপাশি ফ্রিল্যান্সিং করছেন। তিনি স্থানীয় পরিবেশন শিল্পকলার দৃশ্যে অবদান রাখার চেষ্টা করেন। তিনি নতুন ধ্রুপদী এবং সমসাময়িক বিষয়গুলোতে নাচ, শেখানো এবং কোরিওগ্রাফ করতে ফ্রিল্যান্স কাজের সুযোগ খুঁজছেন।

তথ্যসূত্র সম্পাদনা