শৈলজা পূজারী (জন্ম ১২ই জুন ১৯৮২) [১] একজন প্রাক্তন ভারতীয় ভারোত্তোলক।

শৈলজা পূজারী
ব্যক্তিগত তথ্য
জাতীয়তাভারতীয়
জন্ম (1982-06-12) ১২ জুন ১৯৮২ (বয়স ৪১)
ক্রীড়া
ক্রীড়াভারোত্তোলন
পদকের তথ্য
কমনওএলথ গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান 2002 Manchester ৭৫ কেজি স্ন্যাচ
স্বর্ণ পদক - প্রথম স্থান 2002 Manchester ৭৫ কেজি ক্লিন ন জার্ক
স্বর্ণ পদক - প্রথম স্থান 2002 Manchester ৭৫ কেজি বিভাগ

পূজারী ২০০২ কমনওয়েলথ গেমসে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন যেখানে তিনি ৭৫ কেজি স্ন্যাচ, ৭৫ কেজি ক্লিন অ্যান্ড জার্ক এবং ৭৫ কেজি দ্বৈত ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন। [২]

স্টেরয়েডের জন্য ইতিবাচক পরীক্ষায় তাকে ভারতের ২০০৬ কমনওয়েলথ গেমস দল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং ২০০৯ সালে একটি নিষিদ্ধ পদার্থ গ্রহণের জন্য ২০১০ সালে তাকে আজীবন নিষেধাজ্ঞা [৩] দেওয়া হয়েছিল।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Results"m2002.thecgf.com। ২ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০২০ 
  2. "Shailaja Pujari | Commonwealth Games Federation"thecgf.com (ইংরেজি ভাষায়)। ১৩ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০২০ 
  3. "Indian weightlifter gets lifetime ban for doping"ESPN.com (ইংরেজি ভাষায়)। ২২ জানুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ১২ মে ২০২০