শেখ মো. জাকির হোসেন

শেখ মো. জাকির হোসেন (জন্ম: ২ মার্চ ১৯৬২) বাংলাদেশের হাইকোর্ট বিভাগ সুপ্রিম কোর্টের বিচারক । ১৮ এপ্রিল ২০১০ সালে বাংলাদেশ হাইকোর্টের বিচারক হিসেবে শপথ নেন তিনি। [১] আট বছরে বাংলায় ৮ হাজার রায় ও আদেশ লিখে বিচারপতি শেখ মো. জাকির হোসেন দৃষ্টান্তই স্থাপন করেছেন। [২]

মাননীয় বিচারপতি
শেখ মো. জাকির হোসেন
বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগ
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৮ এপ্রিল ২০১৮
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1962-12-17) ১৭ ডিসেম্বর ১৯৬২ (বয়স ৬১)
জাতীয়তাবাংলাদেশ
পিতামাতামরহুম কাঞ্চন শেখ (পিতা)
মোসাঃ নূরজাহান বেগম (মাতা)
জীবিকাবিচারপতি

কর্মজীবন সম্পাদনা

বিশ্বের ইতিহাসে সম্ভবত তিনিই প্রথম বিচারক, যিনি বাংলায় লেখা ১৫টি (৬টি ফৌজদারি, ৬টি রিট ও ৩টি দেওয়ানি) রায় জমা দিয়ে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হওয়ার গৌরব অর্জন করেন।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Annual Report 2014" (পিডিএফ)। Supreme Court of Bangladesh। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "৮ হাজার রায় লিখেছেন বাংলায়"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৮ 
  3. "৮৪ বিচারপতির মধ্যে ব্যতিক্রম মাত্র দু'জন"সমকাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা