শেখ মাসুম পানিপথী (জন্ম:? – মৃত্যু: ১৭৪২) বাংলার নবাব আলীবর্দী খানের একজন সেনাপতি ছিলেন[১]। তিনি ১৭৪১ সালের ডিসেম্বর থেকে ১৭৪২ সালের শেষদিক পর্যন্ত উড়িষ্যার প্রাদেশিক শাসনকর্তা ছিলেন। ১৭৪২ সালে কটকের যুদ্ধে তিনি মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিতের নিকট পরাজিত ও নিহত হন[১]

শেখ মাসুম পানিপথী
উড়িষ্যার নায়েব নাযিম
কাজের মেয়াদ
ডিসেম্বর ১৭৪১ – ১৭৪২
সার্বভৌম শাসকআলীবর্দী খান
পূর্বসূরীসৈয়দ আহমদ খান
উত্তরসূরীআব্দুর রসুল খান
ব্যক্তিগত বিবরণ
জন্মপানিপথ, মুঘল সাম্রাজ্য (বর্তমান পানিপথ, ভারত)
মৃত্যু১৭৪২
কটক, উড়িষ্যা প্রদেশ, বাংলা (বর্তমান কটক, ওড়িশা, ভারত)
ধর্মইসলাম

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. ড. মুহম্মদ আব্দুর রহিম, (বাংলাদেশের ইতিহাস), নবাব আলীবর্দী খান, পৃ. ২৯৩–২৯৯