শেখ আহমেদ শরীফ মসজিদ

শেখ আহমেদ শরীফ মসজিদ (সোমালি: Masaajidka Shaykh Axmed Sharif) হচ্ছে সোমালিয়ার মোগাদিসুতে অবস্থিত ঐতিহাসিক একটি মসজিদ।[১]

শেখ আহমেদ শরীফ মসজিদ
Masaajidka Shaykh Axmed Sharif
অবস্থান
অবস্থানসাঙানি জেলা, মোগাদিসু, সোমালিয়া
স্থাপত্য
ধরনমসজিদ
প্রতিষ্ঠার তারিখ১৯১৮

ইতিহাস সম্পাদনা

মসজিদের বর্তমান জমিটিতে অতীতে পরপর দুটি মসজিদ গড়া হয়েছিলো আর বর্তমান শেখ আহমেদ শরীফ মসজিদটির ভবন ১৯১৮ সালে পুনর্নির্মাণ করা হয়।[২] সবচেয়ে প্রাচীন মসজিদটি ছিলো ১৩শতকের স্থাপত্য।১৭শতকে পুনর্নির্মাণকৃত ভবনটি ১৯৮৫-৮৬ সময়ে ভাঙ্গিয়ে ফেলা হয়।[৩]

বিতর্ক সম্পাদনা

মসজিদের নতুন ভবনটি নির্মাণ করা হয় ১৩৩৭ হিঃ তথা ১৯১৮ খ্রীঃ এবং এরপর স্থানীয় দুটি বংশ যথা আমুদি বংশ ও আশরাফ বংশের দ্বন্দ্ব বাঁধে। আশরাফ বংশ মসজিদের খতিবকে বরখাস্ত করে যেখানে তাদের এই অধিকার নেই কেননা খতিব উভয় বংশের পূর্বসূরীদের পছন্দকৃত ও বাছাইকৃত এবং তাকে কায্যে নিয়োগ উপন্যাস্ত। তৎকালীন স্থানীয় পৌরসভা প্রধান জনাব কার্লো আভোলিয়ো ও অনেক ধর্মগুরুর হস্তক্ষেপে উভয় বংশের মাঝে বিষয়টি মিমাংসা হয় এবং এরপর আশরাফ বংশ ১৯২১ সালে অদূরেই শেখ আহমেদ শরীফ মসজিদ নির্মাণ শেষ করে। মিমাংসায় রায় দেয়া হয় আমুদি বংশ ১২ সপ্তাহ শেখ আহমেদ শরীফ মসজিদে নামাজ পড়বে আর তখন মূল জুম্মা মসজিদে নামাজ পড়বে।আমুদি বংশ আশরাফ বংশ হতে বাছাইকৃত নতুন খতিব গ্রহণ করে এবং উভয়ের মাঝে শান্তি ফিরে আসে।[৪][৫]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Adam, Anita। Benadiri People of Somalia with Particular Reference to the Reer Hamar of Mogadishu। পৃষ্ঠা 205। 
  2. Scikei, Nuredin। Exploring the old Stone of Mogadishu। পৃষ্ঠা 63। 
  3. Broberg, Anders (১৯৯৫)। New aspects of the medieval towns of Benadir in southern Somalia। পৃষ্ঠা 118–120। 
  4. Adam, Anita। Benadiri People of Somalia with Particular Reference to the Reer Hamar of Mogadishu। পৃষ্ঠা 128–9। 
  5. 'Aydarus, Sharif (১৯৫০)। Bughyat al-amal fi tarikh al-sumal। পৃষ্ঠা 40।