শেকসপিয়র’স কিংডম

"শেকসপিয়র’স কিংডম" (ইংরেজি: "Shakespeare's Kingdom"; অনুবাদ: "শেকসপিয়রের রাজ্য") হল অ্যালফ্রেড নয়েসের লেখা একটি কবিতা। এটিতে সুরারোপ করেন ইংরেজ সংগীতস্রষ্টা এডওয়ার্ড এলগার। ১৯২৪ সালের ২১ জুলাই ব্রিটিশ এম্পায়ার একজিবিশন উপলক্ষ্যে প্যাজন্ট অফ এম্পায়ার-এ উপস্থাপনার উদ্দেশ্যে লিখিত গানগুলির (যেগুলি "প্যাজন্ট অফ এম্পায়ার" নামেও পরিচিত) অন্যতম।[১][২]

গানটিতে ইংরেজ কবি উইলিয়াম শেকসপিয়রের লন্ডনের আগমন বর্ণিত হয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Kennedy, Michael (১৯৮৭)। Portrait of Elgar (Third সংস্করণ)। Oxford University Press। পৃষ্ঠা 181, 356। আইএসবিএন 0-19-284017-7 
  2. Moore, Jerrold Northrop (১৯৮৪)। Edward Elgar: A Creative Life। Oxford University Press। পৃষ্ঠা 768আইএসবিএন 0-19-315447-1 

বহিঃসংযোগ সম্পাদনা