শিশুর পেটব্যথা (শিশুকালে পেটব্যথা-ও বলা হয়) এসম্পর্কে বলা হয় একটা দিনে তিন ঘণ্টার বেশি, এক সপ্তাহে তিন দিনের বেশি, স্বাস্থ্যবান শিশু বাদে তিন সপ্তাহ ক্রন্দরত অবস্থায় থাকে।[১] কখনো তারা সন্ধ্যার সময় কাঁদে। [১] এটা বৈশিষ্ট্যমূলকভাবে দীর্ঘমেয়াদী সমস্যায় প্রভাব ফেলেনা।[৪] এই কান্না মাবাবার নৈরাশ্যের কারণ হতে পারে, প্রসব থেকে অবসাদ, বার বার ডাক্তারের কাছে যাওয়া, এবং শিশু অপরাধ [১]

পেটব্যথা
প্রতিশব্দশৈশবে পেটব্যথা
ক্রন্দনরত এক সদ্যোজাত
বিশেষত্বশিশুরোগ-চিকিৎসা
লক্ষণক্রন্দনরত দিনে তিন ঘণ্টার বেশি, সপ্তাহে তিন দিনের বেশি, তিন সপ্তাহ ধরে[১]
জটিলতামাবাবার জন্যে নৈরাশ্য, প্রসবকালীন অবসাদ, শিশু অন্যায়[১]
রোগের সূত্রপাতছ-সপ্তাহ বয়স[১]
স্থিতিকালবৈশিষ্টগতভাবে ছ-মাস পর্যন্ত চলে[১]
কারণঅজানা[১]
রোগনির্ণয়ের পদ্ধতিঅন্যান্য সম্ভাব্য কারণ বাদ দিয়ে উপসর্গের ওপর ভরসা [১]
পার্থক্যমূলক রোগনির্ণয়অক্ষিগোলকের স্থানচ্যুতি, চুলের অস্বাভাবিকতা, হার্নিয়া, অণ্ডকোষ ঘুরে যাওয়া[২]
চিকিৎসারক্ষণশীল চিকিৎসা, মাবাবার জন্যে অতিরিক্ত সমর্থন[১][৩]
আরোগ্যসম্ভাবনাদীর্ঘমেয়াদী সমস্যা নয়[৪]
সংঘটনের হার~২৫ শতাংশ শিশু[১]

কারণ এবং রোগনির্ণয় সম্পাদনা

পেটব্যথার কারণ অজানা।[১] অনেকে বিশ্বাস করেন যে, এটা আন্ত্রিক খিঁচুনির মতো পাকাশয়আন্ত্রিক অস্বস্তি [৫] অন্যান্য সম্ভাব্য কারণগুলোকে দূর করার জন্যে রোগনির্ণয় দরকার।[১] সঙ্গের উপসর্গ হল: জ্বর, দুর্বলতা, অথবা পেট ফুলে যাওয়া। [১] পাঁচ শতাংশের কম শিশুর বাড়তি কান্নার কারণ হল জৈব রোগ[১]

চিকিৎসা সম্পাদনা

চিকিৎসা সাধারণত রক্ষণশীল, সামান্য অথবা একেবারেই ওষুধ কিংবা বিকল্প চিকিৎসা প্রয়োগ নয়।[৩] মাবাবার জন্যে সম্ভবত বাড়তি সাহায্য কার্যকর হয়।[১] সম্ভাব্য প্রমাণ অবশ্যই শিশুকে সাহায্য করে রোগপ্রতিরোধক এবং কমপ্রতিক্রিয়াশীল যেসব মা স্তন্যপান করান[১] যাদের বোতলে খাওয়ানো হয় তাদের তরল খাবার সম্ভবত কার্যকর হয়।[১]

রোগতত্ত্ব ও পূর্বাভাস সম্পাদনা

পেটব্যথা ১০ থেকে ৪০ শতাংশ শিশুর ক্ষতি করে।[১] ছ-সপ্তাহ বয়সে এটা সাধারণ ব্যাপার এবং বৈশিষ্ট্যগতভাবে ছ-মাস পর্যন্ত চলতে থাকে।[১] কখনোবা এটা এক বছর বয়স পর্যন্ত স্থায়ী হয়।[৬] এটা ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে সমানভাবে ঘটে।[১] এই সমস্যার প্রথম চিকিৎসা সম্পর্কিত বিবরণ পাওয়া যায় ১৯৫৪ খ্রিষ্টাব্দে।[৭]

চিহ্ন ও উপসর্গসমূহ সম্পাদনা

শিশুদের কান্না দিনে তিন ঘণ্টার বেশি, সপ্তাহে তিন দিনের বেশি, তিন সপ্তাহ স্থায়ী হওয়ায় এই বিষয়টাকে পেটব্যথা হিসেবে বর্ণনা করা হয়, অন্যভাবে দুসপ্তাহ এবং চর মাস বয়সের স্বাস্থ্যবান শিশু। [৮] বিপরীতপক্ষে, শিশুরা সাধারণত একমাত্র গড়ে দিনে দুঘণ্টা কাঁদে, সবচেয়ে বেশি মেয়াদ হয় ছ-সপ্তাহ।[৯] পেটব্যথার সঙ্গে কান্নার খুব সাধারণ সময়টা হল সন্ধ্যা এবং সেটা কোনো নির্দিষ্ট কারণ ছাড়া।[১] অনেকগুলো উপসর্গের মধ্যে আছে: পাগুলো পেট পর্যন্ত টেনে আনা, চমকানো মুখ, হাত মুঠো করে গোটানো, এবং ভ্রু কোঁচকানো।[৯] কান্না অনেক সময় উচ্চৈস্বরে ওঠে (তীব্র)[৯]

পরিবারে প্রভাব সম্পাদনা

পেটব্যথাসম্পন্ন এক শিশু পারিবারিক স্থিতিশীলতা নষ্ট করে এবং মাবাবার স্বল্পমেয়াদী উৎকণ্ঠা এবং অবসাদের কারণ হয়ে যায়।[৯] এটা মাবাবার বিষাদ এবং চাপ বাড়াতে উপাদান জোগায়।[১০] অনবরত শিশু কান্না জটিল বৈবাহিক বৈসাদৃশ্য, শিশুজন্মের পর অবসাদ, স্তন্যপান তাড়াতাড়ি বন্ধ, ঘনঘন ডাক্তারের কাছে যাওয়া, চতুর্গুণ ল্যাবরেটরি পরীক্ষা করানো, এবং অ্যাসিড ঘাটতির জন্যে ওষুধের ব্যবস্থাপত্র লেখানো ইত্যাদি কারণ ঘটে।[তথ্যসূত্র প্রয়োজন] পেটব্যথাসহ শিশুদের অপব্যবহার, বিশেষভাবে ঝাঁকানো শিশু উপসর্গ হতে পারে।[৯]

কারণসমূহ সম্পাদনা

পেটব্যথার কারণ সাধারণত অজানা। ৫ শতাংশের কম শিশুর কান্না অধিকতরভাবে জৈব রোগ হিসেবে বেরিয়ে আসে: যেমন কোষ্ঠকাঠিন্য, অন্ননালীতে অম্লঘাটতি রোগ, দুগ্ধ অগ্রাহ্য, পায়ুগত ফাটলগুলো, মস্তষ্কে রক্তজমাগুলো, শৈশব মাথাধরা[৯] শিশুকে গোরুর দুধ খাওয়ানো হয়, গোদুগ্ধ প্রোটিনে রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মানোর জন্যে, ফলে পেটব্যথা হয়।[১১][১২] সমীক্ষায় দেখা গিয়েছে যে, গোরুর দুধ অ্যালার্জি দ্বন্দ্বরত প্রমাণ করে।[৯] যখন কিনা আগেকার দিনে বিশ্বাস করা হোত এটা গ্যাসের যন্ত্রণা সম্পর্কিত বিষয় নয়।[৯] অন্য এক তত্ত্ব বলে যে, পেটব্যথা পাচক নলের হাইপারপেরিস্ট্যালসিসএর সঙ্গে সম্পর্কযুক্ত (সংযোগ ও বিচ্ছিন্নার বর্ধিত কার্যকরতার স্তর)। প্রমাণ হল যে, অ্যান্টিকোলিনার্জিক এজেন্টের ব্যবহার এই প্রকল্পের সমর্থনে পেটব্যথার লক্ষণগুলো পরিষ্কার করে।[৯] মনোবৈজ্ঞানিক এবং সামাজিক সূত্রগুলো কারণ হিসেবে প্রস্তাবিত, কিন্তু তার কোনো প্রমাণ নেই। সমীক্ষায় জানা যায়, এই তত্ত্ব, যেটা বলে মায়ের (অথবা বাবার) ব্যক্তিত্ব অথবা উৎকণ্ঠা পেটব্যথার কারণ, এটা নয় যে, শিশুর একটা কষ্টকর মজাজের অবস্থা, কিন্তু পেটব্যথাওয়ালা শিশুর পরিবারগুলোতে সম্ভাব্যভাবে এর ফলস্বরূপ উৎকণ্ঠা, ক্লান্তি, এবং পারিবারিক কাজকর্মের সমস্যা বাড়ে।[৯] এক্ষেত্রে অনেক প্রমাণ আছে যে, সিগারেট ধূমপান সম্ভবত ঝুঁকি বাড়ায়।[৮] এটা দেখা যায়, স্তন্যপান ও বোতলে খাওয়ানো এই দুই পদ্ধতিতেই এর ওপর কোনো ছাপ পড়েনা।[১৩] পশ্চাদদিকে প্রবাহ পেটব্যথার সঙ্গে সম্পর্কযুক্ত নয়।[১৪]

রোগনির্ণয় সম্পাদনা

পেটব্যথার রোগনির্ণয়ে অন্যা্ন্য শক্তিশালী কারণের পর কান্নাকে আলাদা করে ধরা হয়।[৯] এটা বৈশিষ্ট্যগতভাবে ইতিহাস এবং শারীরিক পরীক্ষার মাধ্যমে করা হয়, এবং বেশির ভাগ ক্ষেত্রে এক্স-রে অথবা রক্ত পরীক্ষার মতো পরীক্ষার দরকার হয়না।[৯] যে শিশুরা কাঁদে সম্ভবত সাধারণভাবে ক্ষুধার্ত, অস্বস্তিপূর্ণ, অথবা অসুস্থ।[১৫] ১০ শতাংশের কম শিশু যারা পেটব্যথার আওতায় আসে তাদের কান্নার বহরের ওপর নির্ভর করে তাদের রোগে পড়ার অবস্থা।[১৬] রোগের কারণ হল: শরীরের বর্ধিত তাপমান, শ্বাসকষ্টের ইতিহাস অথবা একটা শিশু যার ওজন ঠিকমতো হয়নি।[৯] 'লাল পতাকা' সংকেত দেয় যে, পরবর্তী পরীক্ষাগুলো দরকার; যেমন,[১৭]

  • বমি (সবুজ অথবা হলদে, রক্তাভ অথবা ৫ দিনের বেশি ঘটে)
  • পায়খানায় পরিবর্তন (কোষ্ঠকাঠিন্য অথবা আন্ত্রিক, বিশেষভাবে রক্ত অথবা শ্লেষ্মাসহ)
  • অস্বাভাবিক তাপমাত্রা (একটা মলদ্বার সম্বন্ধীয় তাপমাত্রা কমের দিকে)৯৭.০ °ফা (৩৬.১ °সে) অথবা বেশি ১০০.৪ °ফা (৩৮.০ °সে)
  • ঘ্যানঘ্যানে (কিছু সময় শান্ত থেকে সারাদিনই কাঁদে)
  • জড়তা (বাড়তি আচ্ছন্ন ভাব, চনমনে ও হাসি ছাড়া, ৬ ঘণ্টার বেশি সময় ধরে দুর্বল শোষণ)
  • দুর্বল ওজন লাভ (একদিনে ১৫ এবং এনবিএসপি গ্রামের কম লাভ)

ওপরের সমস্যাগুলো যখন উপস্থিত থাকে তখন যা ঘটে:[১৭]

  • ইনফেকশন্স (যেমন, কানে ইনফেকশন, প্রস্রাবে ইনফেকশন, মেনিঞ্জাইটিস, অ্যাপেন্ডিসাইটিস)
  • আন্ত্রিক যন্ত্রণা (যেমন, ফুড অ্যালার্জি, অ্যাসিড রিফ্লাক্স, কোষ্ঠকাঠিন্য, আন্ত্রিক অবরোধ)
  • শ্বাসকষ্ট (যেমন, ঠান্ডা থেকে, অত্যধিক ধুলো, সহজাত নাকের অবরোধ, বড়ো জিভ)
  • মস্তিষ্কের চাপ বৃদ্ধি (যেমন, হেমাটোমা, হাইড্রোসেফালাস)
  • চামড়ার যন্ত্রণা (যেমন, আলগা ডায়াপার পিন, চামড়ায় ফুস্কুড়ি, পায়ের পাতায় একটা চুল জড়ানো)
  • মুখের যন্ত্রণা (যেমন, মুখের লালা ইনফেকশন)
  • বৃক্ক যন্ত্রণা (যেমন, অবরুদ্ধ প্রস্রাবের পদ্ধতি)
  • চোখের যন্ত্রণা (অক্ষিগোলকে আঁচড়, গ্লুকোমা)
  • ওষুধের মাত্রা বেশি (যেমন, বাড়তি ভিটামিন ডি, বাড়তি সোডিয়াম)
  • অন্যান্য (যেমন, মাইগ্রেন মাথার যন্ত্রণা, বন্ধ হৃদয়, হাইপাথাইরয়েডিজম)

স্থিরভাবে কম ওজনপ্রাপ্ত চঞ্চল শিশুদের, যারা দিনে ৫ বারের বেশি বমি করে, অথবা অন্য যথেষ্ট খাওয়ানোর সমস্যাযুক্ত, তাদের অন্যান্য অসুস্থতার মূল্যায়ন অবশ্যই করা দরকার (যেমন, প্রস্রাবের ইনফেকশন, আন্ত্রিক অবরোধ অ্যাসিড রিফ্লাক্স)।[১৮]

চিকিৎসা সম্পাদনা

পেটব্যথার ব্যবস্থাপনা সাধারণত রক্ষণশীল এবং মাবাবার পুনরাশ্বাস সংবলিত।[৯] সমাধানগুলো যেভাবে করা যাবে: শিশুবাঁধা পায়ের সঙ্গে নোয়ানো, শিশুকে পাশ থেকে অথবা পেট ধরা, শিশুকে পাশ থেকে অথবা সামনে পিছনে দোলানো, যখন মাথাকে সামাল দেওয়া হয়, একটা শিস দেওয়া শব্দ, এবং স্তন্যপান করানো অথবা একটা শান্ত করার জিনিস দেওয়া।[৮] চোখে চোখ, কথা বলা, এবং শিশুকে ধরে রাখাও হচ্ছে উপযুক্ত সমাধান,[৮] যদিও এটা পুরোপুরি পরিষ্কার নয়, যদি এই কাজগুলো রোগীর মন রাখার জন্যে ওষুধএর ওপর কোনো সুফল থাকে।[৯][১৯]

ওষুধপত্র সম্পাদনা

ওষুধ না-দেওয়া দেখা গিয়েছে দুটোই: নিরাপদ এবং কার্যকর।[৮] সাইমেথিকোন হল নিরাপদ কিন্তু কাজ করেনা, যখন ডাইসাইক্লোমাইন কাজ করে কিন্তু নিরাপদ নয়।[৯] সিমেট্রোপিয়াম ব্রোমাইড ব্যবহারযোগ্য নয় বলে প্রমাণিত,[১৯] এবং সামান্য প্রমাণ আছে বিকল্প ওষুধ অথবা প্রয়োগগুলোতে।[২০] রিফ্লাক্স চিকিৎসায় যখন ওষুধ প্রয়োগ সাধারণ ব্যাপার, সেখানে কোনো প্রমাণ নেই যে সেগুলো প্রয়োজনীয়।[১৪]

পথ্য সম্পাদনা

শিশুদের দিয়ে পথ্যগত পরিবর্তন সাধারণত দরকার হয়না।[৯] যে মায়েরা স্তন্যপান করান, একটা হাইপোঅ্যালার্জেনিক পথ্য ময়ের জন্যে - দুধ এবং দুধজাত জিনিস, ডিম, গমের জিনিস, এবং বাদামজাতীয় জিনিস না-খাওয়া সম্ভবত অবস্থার উন্নতি করে,[৯][১০][২১] যখন শুধু গোরুর দুধ বন্ধ করা অবস্থার কোনো উন্নতি ঘটায়না[২১] ফরমুলা-খাওয়ানো শিশুদের ক্ষেত্রে পরিবর্ত সয়া-ভিত্তিক অথবা জলীয় প্রোটিন ফরমুলা সম্ভবত সহায়ক হয়।[১০] যেখানে সয়া-ভিত্তিক ফরমুলা দ্বন্দ্বপূর্ণ, সেখানে জলীয় প্রোটিন ফরমুলা ব্যবহারের সুযোগ অনেক কার্যকর[২২][২৩] দুটো ফরমুলাই অনেক দামি এবং সেরকম রুচিকর নয়।[২৩] বিকল্প হিসেবে ফাইবারের সঙ্গে খাওয়ানো সেভাবে সুবিধে দেখায়না।[১০]

বিকল্প ওষুধ সম্পাদনা

মেরুদণ্ডগত সুযোগসন্ধান থেকে কোনো পরিষ্কার সুবিধে পাওয়া যায়না[২৪][২৫] অথবা বার্তা দেখানো হয়েছে[৯] উপরন্তু, যেহেতু শিশুদের পেটব্যথায় ঘাড় সম্বন্ধীয় সুযোগসন্ধানএর জন্যে কোনো নিরাপত্তার প্রমাণ নেই, এটা পরামর্শ দেওয়া হয়না।[২৬] ঘাড় অঞ্চলের সুযোগসন্ধানে একটা তিন মাস বয়সের বাচ্চার মৃত্যু হওয়ার বিষয় ছিল।[২৬]

পূর্বাভাস সম্পাদনা

যে শিশুরা পেটব্যথায় ভোগে তারা এক বছর বয়সে পেটব্যথায় না-ভোগা শিশু সঙ্গীদের মতোই থাকবে শুধু চিকিৎসার কল্যাণে। [৯]

মহামারী সংক্রান্ত বিদ্যা সম্পাদনা

পেটব্যথা ১০-৪০ শতাংশ শিশুকে আক্রমণ করে[১] যেটা ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে সমহারে ঘটে।[১৩]

ইতিহাস সম্পাদনা

'পেটব্যথা' (colic) শব্দটা এসেছে ক্ষুদ্রান্ত্রের জন্যে প্রাচীন গ্রিক শব্দ থেকে (অংশীদার হিসেবে এটার মূল শব্দ হল 'colon')। [২৭] এটা এক বছর বয়সী ওষুধের জন্যে শিশুর কাঁদার অভ্যাস। খ্রিস্টীয় দ্বিতীয় শতকের সময়ে, গ্রিক চিকিৎসক গ্যালেন ধীর চঞ্চল শিশুদেরকে আফিম খেতে পরামর্শ দেন, এবং ইউরোপে মধ্য বয়সকালে, মায়েরা এবং ধাত্রীরা প্রত্যেক খাওয়ার সময় তাদের স্তনের বোঁটায় আফিম লোশন লাগিয়ে রাখতেন। সাধারণভাবে মদও শিশুদের দেওয়া হোত।[২৮] বিগত দশকগুলোতে, ডাক্তারা পেটব্যথায় ভোগা শিশুদের স্বস্তিদায়ক ওষুধের সঙ্গে চিকিৎসার সুপারিশ করতেন (যেমন, ফেনোবারবিটাল, ভ্যালিয়াম, মদ), অ্যানালজেসিক্স (যেমন, আফিম) অথবা অ্যান্টি-স্প্যাস্ম ওষুধ (যেমন, স্কোপোলামাইন, ডোন্নাটাল), কিন্তু এসমস্ত ওষুধ আর সুপারিশ করা হয়না কারণ এর শক্তিশালী পার্শ্ব-প্রতিক্রিয়া, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।[তথ্যসূত্র প্রয়োজন]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Johnson, JD; Cocker, K; Chang, E (১ অক্টোবর ২০১৫)। "Infantile Colic: Recognition and Treatment."American Family Physician92 (7): 577–82। পিএমআইডি 26447441। ২৬ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৭ 
  2. "Colic Differential Diagnoses"emedicine.medscape.com (ইংরেজি ভাষায়)। ৩ সেপ্টেম্বর ২০১৫। ৫ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৭ 
  3. Biagioli, E; Tarasco, V; Lingua, C; Moja, L; Savino, F (১৬ সেপ্টেম্বর ২০১৬)। "Pain-relieving agents for infantile colic."। The Cochrane Database of Systematic Reviews9: CD009999। ডিওআই:10.1002/14651858.CD009999.pub2পিএমআইডি 27631535 
  4. Grimes JA, Domino FJ, Baldor RA, Golding J, সম্পাদকগণ (২০১৪)। The 5-minute clinical consult premium (23rd সংস্করণ)। St. Louis: Wolters Kluwer Health। পৃষ্ঠা 251। আইএসবিএন 9781451192155। ২০১৫-০২-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  5. Shamir, Raanan; St James-Roberts, Ian; Di Lorenzo, Carlo; Burns, Alan J.; Thapar, Nikhil; Indrio, Flavia; Riezzo, Giuseppe; Raimondi, Francesco; Di Mauro, Antonio (২০১৩-১২-০১)। "Infant crying, colic, and gastrointestinal discomfort in early childhood: a review of the evidence and most plausible mechanisms"। Journal of Pediatric Gastroenterology and Nutrition। 57 Suppl 1: S1–45। আইএসএসএন 1536-4801ডিওআই:10.1097/MPG.0b013e3182a154ffপিএমআইডি 24356023 
  6. Barr, RG (২০০২)। "Changing our understanding of infant colic"। Archives of Pediatrics & Adolescent Medicine156 (12): 1172–4। ডিওআই:10.1001/archpedi.156.12.1172পিএমআইডি 12444822 
  7. Long, Tony (২০০৬)। Excessive Crying in Infancy (ইংরেজি ভাষায়)। John Wiley & Sons। পৃষ্ঠা 5। আইএসবিএন 9780470031711। ২০১৬-১০-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  8. Kheir, AE (জুলাই ২৩, ২০১২)। "Infantile colic, facts and fiction."Italian journal of pediatrics38: 34। ডিওআই:10.1186/1824-7288-38-34পিএমআইডি 22823993পিএমসি 3411470  টেমপ্লেট:Retracted
  9. Roberts, DM; Ostapchuk, M; O'Brien, JG (আগস্ট ১৫, ২০০৪)। "Infantile colic."American Family Physician (Review)। 70 (4): 735–40। পিএমআইডি 15338787। ২০১৪-০৮-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  10. Iacovou, M; Ralston, RA; Muir, J; Walker, KZ; Truby, H (আগস্ট ২০১২)। "Dietary management of infantile colic: a systematic review."। Maternal and child health journal16 (6): 1319–31। ডিওআই:10.1007/s10995-011-0842-5পিএমআইডি 21710185 
  11. Lucassen, P. L.; Assendelft, W. J.; Gubbels, J. W.; van Eijk, J. T.; van Geldrop, W. J.; Neven, A. K. (১৯৯৮-০৫-২৩)। "Effectiveness of treatments for infantile colic: systematic review"BMJ (Clinical research ed.)316 (7144): 1563–1569। আইএসএসএন 0959-8138ডিওআই:10.1136/bmj.316.7144.1563পিএমআইডি 9596593পিএমসি 28556  
  12. Delire, M.; Cambiaso, C. L.; Masson, P. L. (১৯৭৮-০৪-১৩)। "Circulating immune complexes in infants fed on cow's milk"। Nature272 (5654): 632। আইএসএসএন 0028-0836ডিওআই:10.1038/272632a0পিএমআইডি 565472 
  13. Shergill-Bonner, R (২০১০)। "Infantile colic: practicalities of management, including dietary aspects."। The journal of family health care20 (6): 206–9। পিএমআইডি 21319674 
  14. Benninga, MA; Faure, C; Hyman, PE; St James Roberts, I; Schechter, NL; Nurko, S (১৫ ফেব্রুয়ারি ২০১৬)। "Childhood Functional Gastrointestinal Disorders: Neonate/Toddler."। Gastroenterologyডিওআই:10.1053/j.gastro.2016.02.016পিএমআইডি 27144631 
  15. Barr, RG (১৯৯৮)। "Colic and crying syndromes in infants"। Pediatrics102 (5 Suppl E): 1282–6। পিএমআইডি 9794970 
  16. Hyman, PE; Milla, PJ; Benninga, MA; Davidson, GP; Fleisher, DF; Taminiau, J (এপ্রিল ২০০৬)। "Childhood functional gastrointestinal disorders: neonate/toddler."Gastroenterology130 (5): 1519–26। ডিওআই:10.1053/j.gastro.2005.11.065পিএমআইডি 16678565 
  17. Karp, Harvey (২০০৩)। The Happiest Baby on the Block: The New Way to Calm Crying and Help Your Baby Sleep Longer। New York: Bantam। আইএসবিএন 978-0-553-38146-7 [পৃষ্ঠা নম্বর প্রয়োজন]
  18. Heine, Ralf G; Jordan, Brigid; Lubitz, Lionel; Meehan, Michele; Catto-Smith, Anthony G (২০০৬)। "Clinical predictors of pathological gastro-oesophageal reflux in infants with persistent distress"Journal of Paediatrics and Child Health42 (3): 134–9। ডিওআই:10.1111/j.1440-1754.2006.00812.xপিএমআইডি 16509914 
  19. Hall, B; Chesters, J; Robinson, A (ফেব্রুয়ারি ২০১২)। "Infantile colic: a systematic review of medical and conventional therapies."। Journal of paediatrics and child health48 (2): 128–37। ডিওআই:10.1111/j.1440-1754.2011.02061.xপিএমআইডি 21470331 
  20. Perry, R; Hunt, K; Ernst, E (এপ্রিল ২০১১)। "Nutritional supplements and other complementary medicines for infantile colic: a systematic review."। Pediatrics127 (4): 720–33। ডিওআই:10.1542/peds.2010-2098পিএমআইডি 21444591 
  21. Nocerino R; Pezzella V; Cosenza L; Amoroso A; Di Scala C; Amato F; ও অন্যান্য (২০১৫)। "The controversial role of food allergy in infantile colic: evidence and clinical management."Nutrients (Review)। 7 (3): 2015–25। ডিওআই:10.3390/nu7032015পিএমআইডি 25808260পিএমসি 4377897  
  22. Bhatia, J; Greer, F; American Academy of Pediatrics Committee on Nutrition (মে ২০০৮)। "Use of soy protein-based formulas in infant feeding."। Pediatrics121 (5): 1062–8। ডিওআই:10.1542/peds.2008-0564পিএমআইডি 18450914 
  23. Savino, F; Tarasco, V (ডিসেম্বর ২০১০)। "New treatments for infant colic."। Current Opinion in Pediatrics22 (6): 791–7। ডিওআই:10.1097/MOP.0b013e32833fac24পিএমআইডি 20859207 
  24. Dobson, D; Lucassen, PL; Miller, JJ; Vlieger, AM; Prescott, P; Lewith, G (ডিসে ১২, ২০১২)। "Manipulative therapies for infantile colic"। Cochrane Database of Systematic Reviews12: CD004796। ডিওআই:10.1002/14651858.CD004796.pub2পিএমআইডি 23235617 
  25. Aase, K; Blaakær, J (ফেব্রু ১১, ২০১৩)। "Chiropractic care of infants with colic lacks evidence"। Ugeskrift for laeger175 (7): 424–8। পিএমআইডি 23402252 
  26. Camilleri M, Park SY, Scarpato E, Staiano A (২০১৭)। "Exploring hypotheses and rationale for causes of infantile colic"Neurogastroenterol Motil (Review)। 29 (2): e12943। ডিওআই:10.1111/nmo.12943পিএমআইডি 27647578পিএমসি 5276723  
  27. Sanghavi, Darshak (মার্চ ২৯, ২০০৫)। "Bleary parents crave colic cure"Boston Globe। ২০১৩-১১-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  28. Solter, A (১৯৯৮)। Tears and Tantrums: What to Do When Babies and Children Cry। Goleta, CA: Shining Star Press। আইএসবিএন 9780961307363 

বহিঃসংযোগ সম্পাদনা

শ্রেণীবিন্যাস
বহিঃস্থ তথ্যসংস্থান