শিল্প মুক্তি
শিল্প মুক্তি হল শৈল্পিক উত্পাদনের উদ্বোধনী প্রদর্শনী বা এর উপস্থাপনা এবং জনগণের কাছে বিপণন।
চলচ্চিত্র
সম্পাদনাচলচ্চিত্র মুক্তি হল নির্মিত চলচ্চিত্র জনসম্মুখে প্রদর্শনীর ক্ষেত্রে চলচ্চিত্রের মালিক অথবা নির্মাতার অনুমোদন। প্রদর্শনী সাধারণত ঘরোয়া অথবা প্রেক্ষাগৃহে থাকে। চলচ্চিত্র মুক্তির তারিখ এবং পদ্ধতি চলচ্চিত্র বিপণনেরই অংশ।