শিলিগুড়ি পৌরসংস্থা নির্বাচন, ২০১৫

শিলিগুড়ি পৌর নিগম নির্বাচন, ২০১৫

শিলিগুড়ি পৌরসংস্থা নির্বাচন, ২০১৫ হল শিলিগুড়ি পৌরসংস্থার সদস্যদের নির্বাচন যা শিলিগুড়ি শাসন করে। ২০১৫ সালের এসএমসি নির্বাচন ২৫ এপ্রিল ২০১৫ তারিখে পৌর কর্পোরেশনের সমস্ত ৪৭টি ওয়ার্ডে সদস্য নির্বাচন করার জন্য পরিচালিত হয়েছিল।

শিলিগুড়ি পৌরসংস্থা নির্বাচন, ২০১৫

← ২০০৯ ২৫ এপ্রিল ২০১৫ (2015-04-25) ২০২২ →

শিলিগুড়ি পৌরসংস্থার সবকটি ৪৭টি আসন
সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ২৪টি আসন
  প্রথম দল দ্বিতীয় দল তৃতীয় দল
 
নেতা/নেত্রী অশোক ভট্টাচার্য গৌতম দেব গঙ্গোত্রী দত্ত
দল সিপিআই(এম) তৃণমূল কংগ্রেস
গত নির্বাচন ১৬ ১৪ ১৬
আসন লাভ ২৩ ১৭
আসন পরিবর্তন বৃদ্ধি বৃদ্ধি হ্রাস ১২

  চতুর্থ দল
 
দল বিজেপি
গত নির্বাচন
আসন লাভ
আসন পরিবর্তন বৃদ্ধি

নির্বাচনের পূর্বে মেয়র

গঙ্গোত্রী দত্ত
কংগ্রেস

নির্বাচিত মেয়র

অশোক ভট্টাচার্য
সিপিআই(এম)

ফলাফল সম্পাদনা

শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে বোর্ড গঠন করেছে বামফ্রন্ট। টিএমসি ১৪ থেকে ১৭ আসনে লাফিয়ে। ভারতীয় জাতীয় কংগ্রেস পড়েছিল ৪টি আসনে।

দল আসন আসন পরিবর্তন
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) ২৩ +৭
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ১৭ +৩
ভারতীয় জাতীয় কংগ্রেস -১২
ভারতীয় জনতা পার্টি +২
অন্যান্য
মোট ৪৭

তথ্যসূত্র সম্পাদনা