শিলিগুড়ি উচ্চতর বালক বিদ্যালয়

শিলিগুড়ি উচ্চতর বালক বিদ্যালয় ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরে ছেলেদের জন্য প্রতিষ্ঠিত একটি বিদ্যালয়।

ইতিহাস সম্পাদনা

 
শিলিগুড়ি উচ্চতর বালক বিদ্যালয়

১৮৯৮ সালে এই বিদ্যালয়টি একটি মধ্যস্তরের বাংলা মাধ্যমের বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং ১৯১৮ সালে অষ্টম শ্রেণিতে ৬ জন ছাত্র নিয়ে এটি উচ্চ বিদ্যালয় হিসাবে যাত্রা শুরু করে। যদিও বিদ্যালয়টির কার্যক্রম ২০ বছর পূর্বেই শুরু হয়েছিলো তথাপি এর স্থাপনকাল হিসাবে ১৯১৮ সালকেই বিবেচনা করা হয়।

স্বাধীনতা লাভের পর বিদ্যালয়টিতে ১৯৫৭ সালে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা পাঠ দান শুরু করা হয়। এটি এই অঞ্চরের প্রথম বহুমুখী বিদ্যালয় এবং পরবর্তী সময়ে এখানে ইংরেজির পরিবর্তে বাংলা মাধঃমে শিক্ষা প্রদাণ করা শুরু হয়।

প্রখ্যাত শিক্ষার্থী সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ২২০-২২১, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬
  2. "The Sunday Tribune - Spectrum"www.tribuneindia.com। সংগ্রহের তারিখ ২০২১-১২-১৪ 
  3. Jagadish, Menas। "Table Tennis player profile: Soumyajit Ghosh" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-১৪ 

বহিঃসংযোগ সম্পাদনা