শিবপুর শ্রীমৎ স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী বিদ্যালয়

হাওড়া জেলার এক উচ্চমাধ্যমিক বিদ্যালয়

শিবপুর শ্রীমৎ স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী বিদ্যালয় হাওড়ার প্রাচীনতম বয়েজ স্কুলগুলির মধ্যে একটি। এই বিদ্যালয় পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদপশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করে আসছে। এই উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভবন বিখ্যাত বিপ্লবপন্থী সন্ন্যাসী স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতীর নামে নামকরণ করা হয়েছিল। ১৯৫০ সালে স্বামী প্রজ্ঞানানন্দর শিষ্য শ্রী যোগেশ চন্দ্র মুখোপাধ্যায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি বর্তমানে আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যানের নিকট [১] ৭৮/৮ কলেজ রোডে অবস্থিত।[২]

শিবপুর শ্রীমৎ স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী বিদ্যালয়
Official Logo of Sibpur S.S.P.S. Vidyalaya
Official logo of Sibpur S.S.P.S. Vidyalaya
অবস্থান
মানচিত্র
৭৮/৮ কলেজ রোড

,
৭১১১০৩

ভারত
তথ্য
ধরনউচ্চমাধ‍্যমিক বিদ‍্যালয়
নীতিবাক্যশ্রদ্ধাবান্ লভতে জ্ঞানম
প্রতিষ্ঠাকাল১ এপ্রিল ১৯৫০
প্রতিষ্ঠাতাশ্রী যোগেশচন্দ্র মুখোপাধ‍্যায়
বিদ্যালয় কোডF1-134, 6078
অনুষদ৪২
শিক্ষকমণ্ডলী৩৫
শ্রেণীপঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি
শিক্ষার্থী সংখ্যা১,৩০০
ভাষাবাংলা
হাউসলাল, নীল, সবুজ, হলুদ
রং     সাদা
     কালো
     Navy blue
অন্তর্ভুক্তিWBBSE এবং WBCHSE
তথ্য+913326684712
ওয়েবসাইটsibpurssps.webs.com
শিবপুর শ্রীমৎ স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী বিদ্যালয়

ইতিহাস সম্পাদনা

১৯৫০ সালে প্রতিষ্ঠিত প্রথম বিদ্যালয় ভবনটি ছিল শালিমার রেলপথ সন্নিহিত হারু মিস্ত্রি লেনে। ১৯৫৩ সালে স্কুল বর্তমান ঠিকানায় স্থানান্তরিত হয়। বিদ্যালয়ের বর্তমান ভবন নির্মিত হয় ১৯৫২ সালে। প্রতিষ্ঠাতা শ্রী যোগেশ চন্দ্র মুখোপাধ্যায় তার ব্যক্তিগত জমি বিদ্যালয় ভবন নির্মাণের উদ্দ্যেশে দান করেন। তিনি স্কুল ম্যানেজিং কমিটির প্রথম সম্পাদক নির্বাচিত হন। ১৯৫৪ সালে বিদ্যালয়টি সরকারি অনুমোদনপ্রাপ্ত হয়। বিদ্যালয়ের ঊষাকালে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পঠনপাঠন করা হলেও পরবর্তীকালে ১৯৫৫ সালে তা দশম শ্রেণী অবধি সম্প্রসারিত হয় এবং বিদ্যালয় মাধ্যামিক স্কুল রূপে পরিচিতি পায়। উচ্চমাধ্যমিক বিভাগগুলি পরে অন্তর্ভুক্ত হয় এবং অবশেষে ১৯৭৭ সালে এই বিদ্যালয় উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য অনুমতি লাভ করে। ১৯৭৯ সালে বিদ্যালয় থেকে প্রথম উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিদ্যায়তন সম্পাদনা

এই স্কুলের প্রাণকেন্দ্র তার খেলার মাঠ। পরস্পর সমকোণে সজ্জিত দুই বিদ্যালয় ভবনের মাঝে থাকা এই বিশাল মাঠটিতে খেলাধুলো তো বটেই, তা ছাড়াও অনুষ্ঠিত হয় সরস্বতী পূজা, দুর্গা পূজা, পুরস্কার বিতরণ উৎসব ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। মাঠের দুইধারের দুই তিনতলা বাড়ির মধ্যে একটি পুরাতন ও মুখ্য, অপরটি তুলনায় নতুন। এই নতুন ভবনটি ১৯৬২ সালে স্থাপিত। মাঠের শেষপ্রান্তে আছে বিদ্যালয়ের নিজস্ব অডিটোরিয়াম, সুরেন্দ্র মঞ্চ। বিদ্যালয়ে ভরদ্বাজ শিক্ষালয় নামে একটি প্রাথমিক বিভাগও রয়েছে।

ছাত্র সম্পাদনা

বিদ্যালয়ের ছাত্রসংখ্যা আনুমানিক ১০০০ এর নিকট। পঞ্চম থেকে দ্বাদশ পর্যন্ত প্রতিটি শ্রেণী দুই বা তিনটি বিভাগে (অর্থাৎ, , , ইত্যাদি) বিভক্ত এবং প্রতিটি বিভাগে গড়ে প্রায় ৪০-৫০ জন শিক্ষার্থী রয়েছে। অপরদিকে একাদশ ও দ্বাদশ শ্রেণী তিনটি ধারায় বিভক্ত করা হয়েছে যথাঃ কলা বিভাগ, বিজ্ঞান বিভাগবাণিজ্য বিভাগ। ২০১১ সালে চালু হওয়া কলা বিভাগটি অপেক্ষাকৃত তরুণ যখন বিজ্ঞানবাণিজ্য বিভাগ তুলনায় বহু পুরনো।[৩]

ক্রমসংখ্যা হাউসের নাম বর্ণসংকেত চিত্র
প্রজ্ঞানানন্দ হাউস লাল  
যোগেশচন্দ্র হাউস

(founder)

নীল  
বিদ্যাসাগর হাউস সবুজ  
বিবেকানন্দ হাউস হলুদ  

সারণীতে প্রদত্ত বর্ণক্রম প্রতি চারটি ক্রমিক সংখ্যা পরপর পুনরাবৃত্ত হয়। উপরিউক্ত বিদ্যাসাগর হাউসটি পূর্বে যোগিরাজ হাউস নামে পরিচিত ছিল। এই নাম যোগিরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ীর নামে নামাঙ্কিত।

প্রধানশিক্ষকসমূহ সম্পাদনা

  1. মাখনলাল চট্টোপাধ্যায় (১৯৫০-১৯৫৬)
  2. চন্দ্রকুমার চক্রবর্তী (১৯৫৬-১৯৫৭)
  3. সত্যেন্দ্রনাথ বসু (১৯৫৭-১৯৬০)
  4. মন্মথনাথ ধর (১৯৬০-১৯৬১)
  5. অমরনাথ ঘোষ (১৯৬১-১৯৬৭)
  6. বীরেশচন্দ্র চক্রবর্তী (১৯৬৭-১৯৭৪)
  7. উমাশঙ্কর গাঙ্গুলী (১৯৭৪-১৯৯১)
  8. সুবোধগোপাল ধর চক্রবর্তী (১৯৯১-২০০৯)
  9. রাজীব বন্দ্যোপাধ্যায় (২০১৪- বর্তমান)

তথ্যসূত্র সম্পাদনা

  1. Srimat Swami Projnananda Saraswati Vidyalaya at Google Maps
  2. places.wonobo.com/ Sibpur S.S.P.S. Vidyalaya[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "Sibpur S.S.P.S. Vidyalaya on www.schoolpedia.com"। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৬