শাহ সুয়ার (তুর্কি: Şehsuvar) ছিলেন তুর্কোমান দুলকাদির রাজত্বের নবম শাসক, যিনি ১৪৬৬ থেকে ১৪৭২ সাল পর্যন্ত শাসন করেছিলেন।[১]

শাহ সুয়ার
দুলকাদিরের বেগ
রাজত্ব১৪৬৬–১৪৭২
পূর্বসূরিশাহ বুদাক
উত্তরসূরিশাহ বুদাক
বংশধরআলী
কাসিম
রাজবংশদুলকাদির বেয়লিক
পিতাসুলাইমান
ধর্মইসলাম

বিদ্রোহ ও মৃত্যু সম্পাদনা

মামলুক বুরজি সুলতান কাইতবের শাসনের শুরুর দিকে শাহ সুয়ার বিদ্রোহ ঘোষণা করেন। মামলুকদের থেকে একটি অভিযান পরিচালিত হয়, যাতে তারা চরমভাবে পরাজিত হয়। এমনকি শাহ সুয়ার সিরিয়া অভিযানের হুমকি দেন। ১৪৬৯ সালে মামলুক সেনাপতি আজবাকের নেতৃত্বে আরেকটি সেনাবাহিনী আক্রমণ করে ও ব্যর্থ হয়। তবে ১৪৭১ সালের ইয়াশবাকের নেতৃত্বের সেনাবাহিনী এক্ষেত্রে সফল হয়। ১৪৭৩ সালে শাহ সুয়ারকে গ্রেফতার করে কায়রোতে আনা হয়। তাকে ও তার ভাইদেরকে বাবুল জুয়াইলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেয়া হয়।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Venzke 2017
  2. Petry, Twilight, 57–72.

গ্রন্থপঞ্জি সম্পাদনা

  • Venzke, Margaret L. (২০১৭)। "Dulkadir"। Fleet, Kate; Krämer, Gudrun; Matringe, Denis; Nawas, John; Stewart, Denis J.। Encyclopaedia of IslamIII। E. J. Brill।