শাহজাহান হাওলাদার সুজন

বাংলাদেশী রাজনীতিবিদ

শাহজাহান হাওলাদার সুজন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার রাজনীতিবিদব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য[][][]

শাহজাহান হাওলাদার সুজন
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৯৪ (উপ-নির্বাচন) – জুন ১৯৯৬
পূর্বসূরীএ. টি. এম. ওয়ালী আশরাফ
উত্তরসূরীএ. বি. তাজুল ইসলাম
ব্যক্তিগত বিবরণ
মৃত্যু৩ জুলাই ২০০১
ঢাকা
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল

প্রাথমিক জীবন

সম্পাদনা

শাহজাহান হাওলাদার সুজন ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন।

রাজনৈতিক জীবন

সম্পাদনা

শাহজাহান হাওলাদার সুজন ঢাকা মহসিন হলের প্রাক্তন ভিপি ছিলেন। এরশাদবিরোধী আন্দোলন বিরোধী আন্দলনের অনন্য ভুমিকা ছিল তার। তিনি ১৯৯৪ সালের উপনির্বাচনে (বিএনপির সাংসদ এ. টি. এম. ওয়ালী আশরাফের মৃত্যুর পর) ও ফেব্রুয়ারি ১৯৯৬ সালের নির্বাচনে (পরপর দুইবার) ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[][]

মৃত্যু

সম্পাদনা

শাহজাহান হাওলাদার সুজন দলীয় রাজনৈতিক কোন্দলে ৩ জুলাই ২০০১ সালে আততারীর ছুরিকাঘাতে ঢাকায় নির্মমভাবে মৃত্যুবরণ করেন। দুই দিন পর তার ঘনিষ্ঠ বন্ধু তৎকালীন ভূমি উপ-মন্ত্রী রুহুল কুদ্দুছ তালুকদার দুলু তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপতালের মর্গ হতে উদ্ধার করেন এবং বর্তমান মুক্তিযুদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম লাশ তার গ্রামের বাড়ীতে নিয়ে যান। তার ক্ষতবিক্ষত লাশ দেখে জনতা বিক্ষোভে ফেটে পড়ে এবং মৃত্যুর জন্য দায়ী সন্দেহবাজন ব্যক্তিদের প্রায় ২০-২৫টি বাড়ি ঘর আগুনে পুড়িয়ে ছারখার করে দেয়। পরবর্তীতে তার স্মৃতি সরণীয় করে রাখার নিমিত্তে সুজন স্মৃতি পরিষদ ও ৩ জুলাই ২০০২ সালে সুজন স্মৃতি কলেজ প্রতিষ্ঠা করা হয়। [][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  3. "তাজ-খালেক নিশ্চিত আশাবাদী অন্যরাও"মানবজমিন। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৩ 
  4. "ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে শক্ত অবস্থানে ক্যাপ্টেন তাজুল ইসলাম!"Bangladesh Today (ইংরেজি ভাষায়)। ২০২০-০৬-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৩ 
  5. "আ'লীগে ক্যাপ্টেন তাজের পাল্লাই ভারি : বিএনপির প্রার্থী ৯"Jugantor। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৩ 
  6. "বিএনপির সাবেক এমপি শাহজাহান হাওলাদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত"The Daily Sangram। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৩ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "সাবেক এমপি সুজন স্মরণে দোয়া মাহফিল | daily nayadiganta"The Daily Nayadiganta। ২০১৯-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৩