শাসনতন্ত্র বা প্রাচীন রাজ্যতন্ত্র বা আধুনিক রাষ্ট্রতন্ত্র বা শাসন কর্তৃপক্ষ হল একটি শনাক্তযোগ্য রাজনৈতিক সত্ত্বাগত কোন একদল লোক যাদের একটি সামষ্টিক পরিচয় আছে, যারা স্বপ্রতিফলিত কিছু সংযোজক শক্তি ও প্রাতিষ্ঠানিক সামাজিক সম্পর্কের মাধ্যমে সংগঠিত থাকে, এবং যাদের মধ্যে সম্পদকে কাজে লাগানোর সক্ষমতা আছে। [] শাসনতন্ত্র বলতে শাসন বা পরিচালনার জন্য অন্য যে কোন একদল লোক (যেমন কোন সমবায় সমিতি), কোন দেশের সরকার, সরকারি উপবিভাগ বা কোন সার্বভৌম রাষ্ট্রকেও বোঝানো যেতে পারে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Ferguson, Yale; Mansbach, Richard W. (1996). "Polities: Authority, Identities, and Change". Columbia, South Carolina: University of South Carolina Press.