শাসনতন্ত্র
শাসনতন্ত্র বা প্রাচীন রাজ্যতন্ত্র বা আধুনিক রাষ্ট্রতন্ত্র বা শাসন কর্তৃপক্ষ হল একটি শনাক্তযোগ্য রাজনৈতিক সত্ত্বাগত কোন একদল লোক যাদের একটি সামষ্টিক পরিচয় আছে, যারা স্বপ্রতিফলিত কিছু সংযোজক শক্তি ও প্রাতিষ্ঠানিক সামাজিক সম্পর্কের মাধ্যমে সংগঠিত থাকে, এবং যাদের মধ্যে সম্পদকে কাজে লাগানোর সক্ষমতা আছে। [১] শাসনতন্ত্র বলতে শাসন বা পরিচালনার জন্য অন্য যে কোন একদল লোক (যেমন কোন সমবায় সমিতি), কোন দেশের সরকার, সরকারি উপবিভাগ বা কোন সার্বভৌম রাষ্ট্রকেও বোঝানো যেতে পারে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Ferguson, Yale; Mansbach, Richard W. (1996). "Polities: Authority, Identities, and Change". Columbia, South Carolina: University of South Carolina Press.