শালগ্রাম, বা শালিগ্রাম শিলা (দেবনাগরী: शालिग्राम शिला; IAST: Śāligrāma-śilā), হল একটি ফসিল প্রস্তর বা অ্যামোনাইট যা গন্ডকী নদীর ভিতর থেকে ও তীর থেকে সংগ্রহ করা হয়। এই প্রস্তরকে নারায়ণ ভগবানের রূপ বলে মানা হয়। এই প্রস্তর হিন্দু ধর্মের নারায়ণ স্বরূপ।

সম্পাদনা