শায়খ আলি মুত্তাকি আল-হিন্দি

ভারতীয় ইসলামি পণ্ডিত | সুন্নি মুহাদ্দিস

শায়খ আলি মুত্তাকি আল-হিন্দি বা আল মুত্তাকি আল হিন্দি বা আলি আল-মুত্তাকি আল-হিন্দি - ছিলেন একজন ভারতীয় সুন্নি ইসলামি পণ্ডিত, হানাফি ফকিহ ও প্রসিদ্ধ মুহাদ্দিস। তিনি তার রচিত গ্রন্থ কানজুল উম্মাল-এর জন্য পরিচিতি লাভ করেন।[১]

শায়খ আলি মুত্তাকি আল-হিন্দি
ব্যক্তিগত তথ্য
জন্ম১৪৭২ বা ১৪৮০ খ্রিস্টাব্দ
মৃত্যু১৫৬৭ খ্রিস্টাব্দ
সমাধিস্থলজান্নাতুল মুয়াল্লা কবরস্থান, মক্কা
ধর্মইসলাম
আখ্যাসুন্নি ইসলাম
উল্লেখযোগ্য কাজকানজুল উম্মাল
কাজইসলামি পণ্ডিত

প্রাথমিক জীবন সম্পাদনা

আলি মুত্তাকির পূর্ণ নাম আলাউদ্দিন আলি ইবনে হুসামুদ্দিন ইবনে কাজি খান আল-কাদিরি আশ-শাজিলি আল-হিন্দি আল-বুরহানপুরি আল-মাদানি আল-মাক্কি । সংক্ষেপে তিনি আল মুত্তাকি আল-হিন্দি নামে পরিচিত। তিনি ভারতের দাক্ষিণাত্য মালভূমি-এর বোরহানপুরে ৮৮৫ (অন্য মতে ৮৮৮) হিজরি মুতাবিক ১৪৮০ (অন্য মতে ১৪৭২) খ্রিস্টাব্দে জন্ম গ্রহণ করেন।[২][৩][৪]

হারামাইনে বসবাস সম্পাদনা

তিনি ইলমে হাদিস অর্জনের জন্য মক্কা মদিনায় বসবাস করতেন। প্রথমে তিনি মদিনায় বসবাস করেছেন। এরপর তিনি মক্কায় বসবাস করেন। দীর্ঘ জ্ঞান সাধানার মধ্য দিয়ে সেখানেই (মক্কায়) তিনি মৃত্যুবরণ করেন।[৫]

মৃত্যু সম্পাদনা

আলি আল-মুত্তাকি ৯৭৫ হিজরি মুতাবিক ৩ নভেম্বর ১৫৬৭ খ্রিস্টাব্দে মক্কায় মৃত্যু বরণ করেন। সেখানে তাকে জান্নাতুল মুয়াল্লা কবরস্থানে দাফন করা হয।

আরও পড়ুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Islam Library. al-eman.com.
  2.   অজানা প্যারামিটার |مسار أرشيف= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); অজানা প্যারামিটার |عنوان= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); অজানা প্যারামিটার |مسار= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); অজানা প্যারামিটার |ناشر= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); অজানা প্যারামিটার |تاريخ أرشيف= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য);
  3.   অজানা প্যারামিটার |مسار أرشيف= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); অজানা প্যারামিটার |عنوان= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); অজানা প্যারামিটার |مسار= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); অজানা প্যারামিটার |ناشر= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); অজানা প্যারামিটার |تاريخ أرشيف= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য);
  4.   অজানা প্যারামিটার |مسار أرشيف= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); অজানা প্যারামিটার |عنوان= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); অজানা প্যারামিটার |مسار= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); অজানা প্যারামিটার |ناشر= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); অজানা প্যারামিটার |تاريخ أرشيف= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য);
  5. الأعلام للزركلي ج 4 ص 309

বহিঃসংযোগ সম্পাদনা