শামিমা বেগম (জন্ম ২৫ আগস্ট ১৯৯৯)[১] ব্রিটেনে জন্ম নেওয়া একজন নারী যিনি ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ১৫ বছর বয়সে[২] ইরাক ও লিভ্যান্টের ইসলামিক স্টেটে যোগ দেওয়ার জন্য যুক্তরাজ্য ত্যাগ করে সিরিয়াতে যান। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তিনি পুনরায় প্রত্যাগমন করতে চাইলে জিহাদিরা ফিরে আসতে চাইলে তাদের নেওয়া হবে কী হবে না- এই নিয়ে জনপরিসরমণ্ডলে তুমুল বিতর্ক সৃষ্টি হয়।

শামীমা বেগম
জন্ম
নাগরিকত্ব
  • যুক্তরাজ্য (ফেব্রুয়ারি ২০১৯ এ প্রত্যাহার)
  • বাংলাদেশ (কখনো ছিলেন না)
  • রাজ্যহীন (ফেব্রুয়ারি ২০১৯ থেকে কোনো দেশের নাগরিক নন)
শিক্ষাবেথনাল গ্রিন একাডেমি
দাম্পত্য সঙ্গীইয়াগো রিডিজক (বি. ২০১৫)
সন্তান৩ (সবাই মৃত)

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Royal Court of Justice Judgement" (পিডিএফ)। ১৬ জুলাই ২০২০ – www.judiciary.uk-এর মাধ্যমে। 
  2. "Shamima Begum loses appeal over citizenship"। BBC News। ৭ ফেব্রুয়ারি ২০২০।